নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: পুলিশ প্রশাসন ও বিডিওর উপস্থিতে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আদালতের নির্দেশে ৮দিন পর কবর খুঁড়ে যুবকের পচাগলা দেহ উদ্ধার করলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।সোমবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গাররা গ্রামে এই ঘটনা ঘটে। কবর খুঁড়ে যুবকের পচাগলা দেহ বের করা দেখতে এদিন বাংলা-বিহারের সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।এদিন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ বলে খবর। পুলিস সূত্রে জানা গিয়েছে,যে ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে,তাঁর নাম হাসনুর হোসেন (২৫)।বাড়ি গাররা গ্রামে। তিনি ভিন রাজ্যে কাপড় সেলাইয়ের কাজ করত।তার দুটি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর নাম আরবিনা খাতুন ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম আনা বিবি।প্রথম পক্ষের স্ত্রীর অভিযোগ তার অনুপস্থিতিতে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা একজোট হয়ে তার স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করেছে বলে ৮ জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের। উল্লেখ্য,বছর পাঁচেক আগে প্রথম পক্ষের স্ত্রীকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পর থেকেই পরিবারে অশান্তি লেগেই থাকত।বছর খানেক আগে পারিবারিক অশান্তির কারণে আরবিনা বাবার বাড়ি চলে যায়।তাদের পারিবারিক মামলা পৌঁছায় কোর্ট পর্যন্ত।মামলা চলাকালীন হাসনুর বিহারের বারসই থানার মসলমপুর গ্রামে আনা খাতুন নামে এক যুবতীকে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। ১৪ ডিসেম্বর ছিল কোর্টে মামলার শুনানি।তার আগেই ৩ ডিসেম্বর মধ্যরাতে শোয়ার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকেরাই।পুলিশ প্রশাসন ও প্রথম পক্ষের স্ত্রীকে কোনো কিছু না জানিয়ে যুবকের মৃত্যু দেহ একদিন পর কবর দিয়ে দেয় বলে অভিযোগ।এতেই সন্দেহের দানা বাঁধতে থাকে প্রথম পক্ষের স্ত্রীর মনে।তাই স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত চেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ দায়ের হতেই নড়চড়ে বসে পুলিশ প্রশাসন।অভিযোগকারী আরবিনা খাতুন তার স্বামীর খুনিদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct