জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: আবাস প্লাস যোজনায় নাম না থাকায় বাড়েডি সংসদের আদিবাসী মহিলা থেকে শুরু করে সকলেই বিক্ষোভে সামিল হলো গ্রাম পঞ্চায়েতে। ঘটনাটি,সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তৃণমুল কংগ্রেস দ্বারা পরিচালিত সিঁদরী গ্রাম পঞ্চায়েতের। এদিন পঞ্চায়েত কর্মচারীদের অফিস থেকে বের করে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। জানা যায় ওই গ্রাম পঞ্চায়েতের বাড়েডি সংসদের একাংশ মহিলারা ছাড়াও নিশ্চিন্তপুর, সিঁদরি সংসদের অনেকেই জানান,আমরা আদিবাসী, মাইনরিটি, জেনারেল আমাদের প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা তালিকায় নাম থাকায় আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়েছি। পাশপাশি আরও জানান, আমরা গরিব মানুষ দিন আনা দিন খাওয়া লোক। এদিন অফিসে এসেছি বাধ্য হয়ে কারণ আমাদের আদিবাসীদের আবাস প্লাস যোজনায় নাম নেই। গত ২০২১ সালে আমাদের লিস্টে নাম ছিল বলেও তারা জানিয়েছেন। কিন্তু এখন শুধু বড় লোক গুলোরই আবাস প্লাস যোজনায় নাম আছে বলে তারা দাবী করেছেন। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ কালিন্দী বলেন, আমি বাইরে আছি, কারণ আমার আত্মীয়র বাড়িতে একজন মারা গেছে। তবে তিনি বলেন কি ঘটেছে ? খোঁজ নিয়ে দেখছি। এছাড়া ওই গ্রাম পঞ্চায়েত এর সদস্য আফরোজ আনসারী ও রুলী বলা কুইরীর স্বামী রামহরি কুইরীরা জানান, তারা যা করছে নিজেদের অধিকারের জন্য করছে। বিক্ষোভের জেরে ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এসে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ এবং তারপরেই পরিস্তিতি স্বাভাবিক হয়। প্রায় তিন ঘন্টা পর তারা লিখিত আবেদন জানিয়ে অফিসের তালা খুলে দেন। বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জানান, যোগ্য ব্যক্তিরা আবাস প্লাস যোজনায় ঘর না পেলে আগামীতেও ফের বিক্ষোভ দেখানো হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct