আপনজন ডেস্ক: মধ্য প্রাচ্যের দেশ ইয়েমেনে দীর্ঘ আট বছর ধরে চলা গৃহযুদ্ধে কমপক্ষে ১১ হাজার শিশু নিহত কিংবা পঙ্গুত্ববরণ করেছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। সোমবার রাষ্ট্রসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, যুদ্ধে শিশু হতাহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, ‘হাজার হাজার শিশু তাদের জীবন হারিয়েছে যুদ্ধে, আরো কয়েক লাখ শিশু স্বাস্থ্যগত কারণে প্রতিরোধযোগ্য রোগ বা অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।’ইউনিসেফ বলছে, ‘২২ লাখের মতো শিশু অপুষ্টিতে ভুগছে দেশটিতে। তাদের মধ্যে এক চতুর্থাংশের বয়স পাঁচ বছরের কম। বেশিরভাগই কলেরা, হাম এবং অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের চরম ঝুঁকিতে রয়েছে।’২০১৪ সাল থেকে গত আট বছর ধরে চলা যুদ্ধের এক পক্ষে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেন সরকার। অপরপক্ষে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। যুদ্ধে সরাসরি অংশ নিয়ে মারা গেছে শিশুরাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct