তুরস্কের বিভিন্ন পুরসভা তথা স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের জোট। এরদোগানের একেপার্টি ও ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি-এমএইচপি ৫১ শতাংশ ভোট পেয়েছে। তবে রাজধানী আঙ্কারা, ইস্তানবুল সহ শীর্ষ শহরগুলোতে হারতে হয়েছে এরদোগানের জোটের। যদিও গ্রামীণ এলাকায় ব্যাপক জয় পেয়েছে এরদোগানের জোট। উল্লেখ্য, তুরস্কে এই পুরসভা তথা স্থানীয় ভোট শুরু হয়েছে ১৯৯৪ সাল থেকে।
এই নির্বাচনে এরদোগানের জোট একেপার্টি ও ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি-এমএইচপি ৫১ শতাংশ ভোট পেয়েছে। কিন্তু রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুলসহ বড় শহরগুলোতে হেরে যায়। ফাউন্ডেশন ফর সোশ্যাল ডেমোক্র্যাসি-এসওডিইভি এক সমীক্ষায় বলেছে নির্বাচনে রাজধানীসহ বড় শহরগুলোতে হেরে যাওয়ার পেছনে বেকারত্ব ও জীবনযাত্রার খরচ ক্রমবর্ধমান থাকাই দায়ী। সংস্থাটির মতে তুর্কি অর্থনীতি মন্দায় প্রবেশ করেছে। গত জানুয়ারিতে খাদ্যদ্রব্যের দাম আগের মাসের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। তার প্রভাব পড়েছে এই নির্বাচনে। বাস্তবে এরদোগান হেরেছেন ঘনবসতিপূর্ণ শহরে। বিশেষ করে প্রধান শহর যেমন আনাতোলিয়া, আদানা, মারসিন ও হাতায় শহরে তিনি হেরেছেন। কিন্তু জিতেছেন কম জনবসতিপূর্ণ গ্রামীণ শহরে। বালিকসির ও বিরসার মতো কয়েকটি শহরে সরকারি জোট সামান্য ব্যবধানে জিতেছে। এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, তুরস্কে বিরোধী দল দেশের সবচেয়ে ২০ জনবহুল শহরের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct