আপনজন ডেস্ক: হজ ও ওমরাহযাত্রীদের শিশুদের দেখাশোনার উদ্যোগ নিয়েছে মক্কার ক্লক রয়্যাল টাওয়ার কর্তৃপক্ষ। ২০২৩ সালের রমজান মাস থেকে এ সেবা পাবেন মক্কার ক্লক টাওয়ারে অবস্থানরত যাত্রীরা। ক্লক টাওয়ার হোটেলের সিইও সূত্রে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।আবদুল আজিজ আল-মুসা বলেছেন, ‘ফেয়ারমন্ট হোটেলে অবস্থানরত হজ ও ওমরাহযাত্রীদের বাচ্চাদের দেখাশোনার জন্য একটি নার্সারি থাকবে।২০২৩ সাল থেকে এর প্রথম ধাপ চালু হবে যেখানে একসঙ্গে ১৫০ শিশুর দেখাশোনার ব্যবস্থা থাকবে। ২০২৪ সাল এর দ্বিতীয় ধাপ চালু হবে। তখন সেখানে তিন শ থেকে পাঁ শ শিশুর দেখাশোনার ব্যবস্থা থাকবে। ’ আল-মুসা আরো জানান, শিশুদের সেবা ও যত্নের এমন উদ্যোগ হজ ও ওমরাহযাত্রীদের জন্য খুবই প্রয়োজন ছিল। কারণ হজ ও ওমরাহ পালনের সময় যাত্রীরা উপলব্ধি করবেন যে তাদের সন্তানদের কেউ দেখাশোনা করছে। ফলে তারা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে সব কাজ সম্পন্ন করতে পারবেন। উচ্চ প্রযুক্তির ব্রেসলেটের মাধ্যমে বাবা-মা সন্তানদের সনাক্ত করতে পারবেন এবং ক্যামেরার মাধ্যমে শিশু যত্নের সুবিধাগুলোও দেখতে পারবেন। শিশুদের ধর্মীয় শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সময়ে শিশুদেরকে পবিত্র মক্কা নগরী সম্পর্কে ধারণা দেওয়া হবে। বিনোদনের ব্যবস্থার পাশাপাশি শিশুদের উপযোগী মৌলিক ইসলামী শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। তা ছাড়া তাদের বাবা-মায়েরা যে হজ বা ওমরাহ পালন করছেন সেই সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হবে। ’আল-মুসা বলেন, ‘বর্তমানে বিদেশি দর্শনার্থীদের হোটেলে থাকার গড় সময় পাঁচ দিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct