আপনজন ডেস্ক: ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলারের অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক। আইসিসির নভেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন এই কিপার-ব্যাটসম্যান। প্রথমবারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ স্বীকৃতি পেলেন তিনি। গত মাসের পুরুষ ও নারী সেরা ক্রিকেটারের নাম সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আইসিসি। স্বদেশি আদিল রশিদ ও পাকিস্তানের শাহীন শাহ্ আফ্রিদিকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন বাটলার বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে অ্যালেক্স হেলসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৭০ রান তুলে ১০ উইকেটে জেতান দেশকে। ৯ চার ও ৩ ছ’য়ে ৪৯ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক। তারপর পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড ২০১০ সালের পর প্রথম টি- টোয়েন্টি বিশ্বকাপ জেতে। বাটলার নভেম্বরে চার টি- টোয়েন্টি খেলে দু’টিতে ফিফটি অতিক্রম করেন। পুরস্কৃত হয়ে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আইসিসি’র নভেম্বরের সেরা খেলোয়াড়ের জন্য আমাকে ভোট দেওয়ায় ভক্তদের ধন্যবাদ জানাই। আমার সতীর্থদের কৃতিত্ব দিতে হয়। ক্রিকেটের সবচেয়ে অসাধারণ মাস ছিল এটা, অস্ট্রেলিয়ায় টি- টোয়েন্টি বিশ্বকাপ জিতলাম।’ মেয়েদের ক্যাটাগরিতে সেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার সিদ্রা আমিন। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২৭৭ রান করেন তিনি। লাহোরে প্রথম ম্যাচে ১৫১ বলে ১৭৬ রান করেন তিনি। প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দেড়শ’ করেন সিদ্রা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct