আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তার প্রথম পার্বত্য রাজ্য সফরে মেঘালয়ে গেছেন। উমরোই বিমানবন্দরে পৌঁছনোর পর দলের রাজ্য নেতা ডা. মুকুল সাংমা সহ রাজ্যজুড়ে তার সমর্থক এবং অনুরাগীরা তাকে স্বাগত জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এআইটিসি-র জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’দিনের সফরে মেঘালয় তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ ডিসেম্বর তিনি এখানে ইউ সোসো থাম অডিটোরিয়ামে একটি পার্টি ওয়ার্কার্স কনভেনশনে সভাপতিত্ব করবেন, রাজ্যের গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস নেতারা, দলের সমস্ত জেলা ও ব্লক কমিটির প্রতিনিধি, মহিলা, যুব ও ছাত্রফ্রন্টের সদস্যদের সাথে। মঙ্গলবার সন্ধ্যায়, তিনি উম্পলিং-এর উইন্ডারমের রিসোর্টে বিভিন্ন এতিমখানার শিশু, খাসি ও জয়ন্তিয়া হিলসের উপজাতীয় প্রধান, সুশীল সমাজের বিশিষ্ট সদস্য এবং শিলং-এ অবস্থিত মেঘালয়ের বিশিষ্ট প্রভাবশালীদের সাথে প্রাক-ক্রিসমাস উদযাপনে অংশ নেবেন।
সোমবার বিকেলে উমরোই বিমানবন্দরে পৌঁছানোর পর তৃণমূল কংগ্রেস বিধায়ক দলের নেতা এবং মেঘালয় বিধানসভার বিরোধী দলীয় নেতা মুকুল সাংমা বলেন, ‘আমরা খুব খুশি যে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন তার প্রথম রাজ্য সফরে এখানে এসেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের সমস্ত পদাতিক সৈন্যরা দলের চেয়ারপার্সনের সাথে দেখা করার সুযোগ পাবেন। তারা সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সভায় একজন শ্রোতা হিসেবে থাকার সুযোগ পাবেন। অন্যদিকে, মেঘালয়ের তৃণমূলের আসন্ন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের জন্য ৬০ টি আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা কম। কমপক্ষে ৫০টি আসন লক্ষ্য বলে তৃণমূল সূত্রের খবর। নির্ভর করবে আমরা ভালো প্রার্থী পাব কি না তার ওপর। আমরা শুধু এর জন্য প্রার্থী দিতে চাই না। আমাদের প্রার্থীর উচিত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কঠিন লড়াই করা,” নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন। তিনি বলেন, দলের টিকিট বরাদ্দের মূল মাপকাঠি হচ্ছে বিজয়ী হওয়ার বিষয়টি এবং বেশিরভাগ রাজনৈতিক দলই ৬০টি আসনে প্রার্থী দেওয়া কঠিন হবে।ট্রেন্ড অনুযায়ী ন্যাশনাল পিপলস পার্টি ও কংগ্রেস সব আসনে প্রার্থী দিতে পারবে না। তিনি আরও বলেন, গারো পাহাড়ে উপস্থিতির অভাব রয়েছে এমন ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির ক্ষেত্রেও একই অবস্থা হবে। তিনি বলেছিলেন যে টিএমসি ক্রিসমাসের আগে নির্বাচনের জন্য তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct