আজিম শেখ, রামপুরহাট, আপনজন: রামপুরহাট সিবিআই অস্থায়ী ক্যাম্প থেকে মৃত্যুর খবর আসে লালন শেখের। কিছু দিন আগেই লালন শেখকে পাশের রাজ্য ঝাড়খন্ড থেকে গ্রেফতার করেছিল সিবিআই।এই লালন শেখ বীরভূমের বগটুই গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম মুল অভিযুক্ত । লালন সেখ নিহত ভাদু সেখের ছায়া সঙ্গী ছিলেন বলে জানা যাই । গত ২১ মার্চ ২০২২ রাত্রি সাড়ে আটটা নাগাদ বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃনমুল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরদিন সকালে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তারাও মারা যান। ২১শে জুন সিবিআই দুটি ঘটনার চার্জশিট জমা দেয় । ঘটনার পর থেকেই ফেরার ছিল চার্জশিটে নাম থাকা অন্যতম অভিযুক্ত লালন সেখের।
তাকে গত ৪ই ডিসেম্বর আদালতে তোলা হয়েছিল এবং আদালত ৬দিনের পুলিশ হেফাজত দিয়েছিলেন। এই লালন শেখ সিবিআই ক্যাম্পে কিভাবে মারা গেল সেটা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। লালন শেখের পরিবারের লোকজন মৃত্যুর খবর পেয়ে রামপুরহাট হসপিটালে হাজির হন। পরিবারের দাবি সিবিআই লালন সেখকে হত্যা করেছে।লালন শেখের মৃত্যুতে এলাকায় আবারোও শোখের ছায়া নেমে এসেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct