মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: মুঘল যুগের ইতিহাসের সঙ্গে যুক্ত আছে গ্রামের নাম।এইখানেই পাঠানেরা মুঘলদের কে মেরেছিল।সেই জন্য এই গ্রামের নাম হয়ে যায় মোঘলমারী। যা বর্তমানে মোগলমারী নামে পরিচিত। বর্তমানে পুরাতন মসজিদ নতুন করে সংস্কার করা হয়েছে এবং সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। মসজিদের সম্পাদক রওশন সাহেব এবং কমিটি মসজিদ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।স্থানীয় গ্রামবাসী ইদ্রিস আলী বলেন তাদের গ্রামটার সঙ্গে ইতিহাসের নাম যুক্ত আছে বলে তারা গর্ব অনুভব করেন। বর্ধমানের নবাব বাড়ির ইতিহাসের সঙ্গে মোগলমারী নাম যুক্ত আছে। পাঠানদের সঙ্গে মুঘলদের লড়াইয়ের ইতিহাস এখান থেকেই সূত্রপাত হয়। বর্ধমান শহর লাগোয়া মূলকাটিতে দুই মোগল সেনাপতিকে হত্যা করেছিল পাঠান সর্দার রহিম খান।পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ রায়না এলাকার উচালন, মোগলমারি , সেহারা বাজার ,দেওয়ান দিঘি , বাবরকপুর ,মূলকাটি সমস্ত কিছু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। মোগলমারিতে মুঘল পাঠান যুগের ফলক ছিল যা রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে কে বা কারা তা জানা যায়নি । মোগল মারি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে সমস্ত সামাজিক কাজও করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct