নকীব উদ্দিন গাজী, মথুরাপুর, আপনজন: সুন্দরবনের অন্তর্গত সকল বিধানসভায় সকাল থেকেই পালিত হল সুন্দরবন দিবস। একদিকে যেমন গঙ্গাসাগরে শোভাযাত্রার মধ্য দিয়ে সুন্দরবন দিবসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ঠিক তেমনি নামখানা সহ রায়দিঘি বিধানসভার মথুরাপুর ওয়ান এবং মথুরাপুর টু ব্লকের প্রভাত ফেরীর মাধ্যমে সারম্বরে পালিত হয় সুন্দরবন দিবস। কাশিনগর গার্লস হাইস্কুলে সুন্দরবন দিবসের শুভ উদ্বোধন করেন রায়দিঘির বিধায়ক আলোক জলদাতা। অন্যদিকে মথুরাপুর এক নম্বর ভিডিও অফিসের সামনে সুন্দরবন দিবসের শুভ উদ্বোধন করেন সুন্দরবন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদার। এবং আগামী দিনে সুন্দরবনকে রক্ষা করা কতটা জরুরী তা এই সুন্দরবন দিবসের মধ্য দিয়ে সুন্দরবনবাসীর কাছে সচেতনতার বার্তা দেওয়া হয়। পাশাপাশি গঙ্গাসাগরে সুন্দরবন উৎসবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার সহ সাগরের ব্লগ আধিকারিক সুদীপ্ত মণ্ডল। এদিন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন সুন্দরবনকে বাঁচাতে গেলেই সুন্দরবনের মানুষকে এগিয়ে আসতে হবে। সুন্দরবন বাঁচলে তবেই শহর বাজবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct