আপনজন ডেস্ক: পবিত্র মসজিদুল হারামের নিয়মিত মুসল্লি ও মুকিম শায়খ আউদ আল-হারবি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। শনিবার (১০ ডিসেম্বর) ১৩৪ বছর বয়সে মারা যান। তাকে মক্কার সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি হিসেবে মনে করা হতো। হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইট বার্তায় এ তথ্য জানা যায়। টুইট বার্তায় বলা হয়েছে, শায়খ আউদ আল-হারবি পবিত্র কাবা প্রাঙ্গণে নিয়মিত নামাজ ও তাওয়াফে উপস্থিত হতেন। ইসলামের পবিত্র ও সম্মানিত এ স্থানে জীবনের অধিকাংশ সময় কাটানোয় তাঁকে ‘হারামের পাখি’ নামেই পরিচিত ছিলেন। তিনি অধিকাংশ সময় মসজিদুল হারামে নিয়মিত আমলে ব্যস্ত সময় কাটাতেন। মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারাম ইসলামের প্রধান সম্মানিত স্থান। এখানে রয়েছে পবিত্র কাবা ঘর যা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর হিসেবে পরিচিত। কাবা ঘর প্রাঙ্গণকে সব মুসলিমের জন্য পবিত্র রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তাই সেখানে অপবিত্র কারো প্রবেশ করার অধিকার নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct