মনিরুজ্জামান, বারাসত, আপনজন: বিশ্বকাপ ফুটবল অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছে।আর এইরকম একটা আবহে দাঁড়িয়ে বারাসাত-১ নম্বর ব্লকের খিলকাপুর রাইজিং সান এবং নিউ রাইজিং সান ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল “ফুটবল উৎসব।” অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, ম্যারাথন দৌড়,বস্ত্রদান,ফুটবল প্রতিযোগিতা। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন,বিশ্বকাপের আসর থেকে যেভাবে একের পর এক বড় দলকে বিদায় নিতে হয়েছে ঠিক তেমনই ভাবে বিজেপিকে খুব তাড়াতাড়ি সাফ হয়ে যেতে হবে। তিনি বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছেন তা কোনও মতেই বিজেপির কুচক্রীরা উৎখাত করতে পারবে না। ডায়মন্ডহারবার এমপি কাপের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতির রং ভুলে আনন্দ উপভোগ করার কথা বলেছেন তা থেকে বিভাজনকারী বিজেপির উচিত শিক্ষা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। পাশাপাশি খেলার মাঠে কমবয়সী ছেলেমেয়েদের মাঠমুখী করার জন্য মুখ্যমন্ত্রী যেভাবে খেলা হবে দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তার ফলেই শহর থেকে মফস্বল সর্বত্রই খেলার জয়জয়কার। দু’দিনব্যাপী সামাজিক সাংস্কৃতিক এই অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল খিলকাপুরের মাঠ।এই অনুষ্ঠানটির যুগ্ম আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন এবং কাসেম আলী। ছিলেন স্হানীয় প্রধান আরিফ, বাপ্পা,আব্দার আলী, মনোরঞ্জন, প্রণব সহ আরও অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct