সুব্রত রায়, কলকাতা, আপনজন: ডিসেম্বর মাস আসতেই তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। সূত্রের খবর অনুযায়ী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অতিরিক্ত ৪০ জন দক্ষ অফিসার অতি দ্রুত কলকাতায় আসছেন। একইসঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে গরু ও কয়লা পাচার কান্ড সহ এস এস সি দুর্নীতি মামলায় তদন্তে নিরাপত্তা দিতে ও সাহায্য করতে এক ব্যাটেলিয়ান কেন্দ্রীয় বাহিনী আসছে কলকাতা মহানগরীতে। সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শহরে পা রাখছেন সিবিআই এর ২০ জনের অধিক দক্ষ অফিসার। এরা সকলেই ভিন রাজ্য থেকে আসছেন। সিবিআই এর অফিসাররা মূলত এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যে যারা তদন্ত করছেন, তাদের সহযোগিতা করতে আসছেন। সূত্রের খবর অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের মধ্যেই অতি দ্রুত গরু কয়লা ও এসএসসি দুর্নীতি মামলায় তদন্তের জাল গোটাতে তৎপর হয়ে উঠেছে সিবিআই ও ইডি। তার জন্যই অতিরিক্ত লোক বলের প্রয়োজন। প্রতিনিয়ত তদন্ত করতে গিয়ে যেভাবে নতুন দুর্নীতির সূত্র সামনে আসছে ও আদালতের নির্দেশে তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রয়োজন অতিরিক্ত অফিসারের। সেই জন্য ইতিমধ্যে অতিরিক্ত অফিসার দেওয়ার আর্জি জানিয়েছিল নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্স। সেই আর্জি মেনে নিয়ে দিল্লির নির্দেশে এবার কলকাতা মহানগরীতে ইডির ৪০ জন দক্ষ অফিসার ও সিবিআই এর ২০ জনের বেশি দক্ষ অফিসার এসে পৌঁছছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগে দুর্নীতির বেড়াজাল নির্ণয় করতে এবং কোথায় কোথায় কি পরিমান দুর্নীতি হয়েছে তা জানতে বিধানসভায় এলাকা অনুযায়ী ক্যাম্প অফিস খোলার পরিকল্পনা গ্রহণ করেছিল ইডি ও সিবিআই। ওই ক্যাম্পগুলিতে সাধারণ মানুষ যদি কোনোভাবে প্রতারিত হয়ে থাকে, সেই অভিযোগ গ্রহণ করার পরিকল্পনা নেওয়া হয়। অতিরিক্ত অফিসাররা কলকাতা মহানগরীতে আসার পর সেই ক্যাম্প গুলি শুরু হয় কিনা সেটাই এখন দেখার। ডিসেম্বর মাসে একাধিক ডেট লাইন সামনে এনে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা বারবার রাজনীতির আঙিনায় শোরগোল ফেলে দিয়েছিলেন। পাল্টা আগামী বছরের জানুয়ারির ডেট লাইন দিয়েছে তৃণমূল কংগ্রেসও। এরই মধ্যে কেন্দ্রীয় ২ এজেন্সির বহিরাগত অফিসারদের নিয়ে এসে তৎপরতা বৃদ্ধি পাওয়ার ঘটনায় নতুন করে শোরগোল ফেলতে চলেছে প্রশাসনিক মহলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct