সুব্রত রায়, কলকাতা, আপনজন: গোয়া, ত্রিপুরা, হরিয়ানা, উত্তরপ্রদেশে দলের ইউনিট খুলেছে তৃণমূল। মেঘালয়ে তৃণমূল প্রধান বিরোধী দলের তকমাও আদায় করে নিয়েছে। বাকি রাজ্যগুলিতে সেভাবে সাফল্য পায়নি তৃণমূল। তাই ২০২৪ সালের জন্য ও মেঘালয় বিধানসভার নির্বাচনের জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই মেঘালয়ে যাচ্ছেন মমতা। মঙ্গলবার রাজধানী শিলংয়ে কর্মীসভা করবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, এবার মমতার সফরে সঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জানা গিয়েছে, মমতা আগামীকাল কলকাতা থেকে শিলং যাচ্ছেন বিমানযোগে। তাঁর এই ৩ দিনের সফরে একদিনই ঘোষিত কর্মসূচি থাকছে। আর তা হল মঙ্গলবার শিলংয়ের স্টেট জেনারেল লাইব্রেরিতে অনুষ্ঠিত হতে চলা সেই কর্মীসভা। তবে মমতা বসে থাকার মেয়ে নন। তাই বাকি দুই দিন তাঁকে জনসংযোগ করতে দেখা যেতে পারে মেঘালয়ের আমজনতার সঙ্গে। ঠিক যেভাবে দার্জিলিং গেলে তিনি করে থাকেন। মেঘালয়ে তৃণমূল এখনও পর্যন্ত কোনও নির্বাচনে সেভাবে সাফল্যের মুখ দেখতে পায়নি। কিন্তু কংগ্রেস থেকে মুকুল সাংমা সদলবলে তৃণমূলে যোগ দেওয়ায় সেখানকার বিধানসভায় তৃণমূল প্রধান বিদ্রোধী রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে। এখন তৃণমূলের লক্ষ্য মেঘালয়ের ক্ষমতা দখল। যদিও সেই পথে প্রধান কাঁটা বিজেপি ও কংগ্রেস। এখন দেখার বিষয় মমতা মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে দলের নেতা থেকে কর্মীদের কোন বার্তা দেন। তৃণমূলের তরফে বার বার দাবি করা হয়, মেঘালয়ের মাটিতে তাঁদের পায়ের তলার মাটি ক্রমশ শক্ত হচ্ছে। এখন দেখার বিষয় সেই মাটিতে মমতার পায়ের ছাপ তৃণমূলকে সেই রাজ্যের মসনদে নিয়ে যেতে পারে কিনা। কেননা আগামী বছরই সেখানে বিধানসভা নির্বাচন
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct