কাজের গুনে
আসগার আলি মণ্ডল
হয় সে বড়ো সমাজেতে
নিজের কাজের গুনে
মেকি কথা নয়কো মোটেও
রাখতে হবে মনে।
আসল-নকল এই ধরাতে
চেনা বড়ই দায়
ভালোর সাথে মন্দ সকল
ছড়িয়ে বিশ্বময়।
সঠিক পথে যে জন চলে
পাই সমাজে মান
নিষ্ঠা থাকে সকল কাজে
ভরে সবার প্রাণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct