নিজস্ব প্রতিবেদক, নিউটাউন, আপনজন: পয়গম্বর হযরত মুহম্মদ সা. মানব সভ্যতাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কঠোর তপস্যার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন ইসলামের বাণী। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন রাজারহাট বি এফ জে সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে সেই বিশ্ব নবী সা.-এর জন্মদিন পালন উপলক্ষে এক ধর্মীয় জুলুস ও মাদ্রাসা পড়ুয়াদের পাগড়ী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি কামনায় সকলকে নিয়ে দোয়া করার পাশাপাশি সকলের মধ্যে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে বলে উল্লেখ করেন রাজারহাট নিউটাউন পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ। তিনি বলেন, মানুষের পাশে যে ব্যক্তি সুখে-দুখে পাশে দাঁড়ায় মহান আল্লাহ তাঁর পাশে হাজির হন। তাই সকলকে ছোট না ভেবে পাশে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার আহ্বান তিনি রাখেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে সব রকমের সহযোগিতা করেন সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেব, মুফতী বাকিবিল্লাহ,মাওলানা ইমান আলী,মুফতি মুহিত,পীরজাদা হান্নান বাখতেয়ারী,পীরজাদা আবেদ আলী,পীরজাদা আনসার আলী,পীরজাদা আজগর আলী,পীরজাদা আকতার আলী,পীরজাদা সাজ্জাদ আলী, পীরজাদা হান্নান আলি, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, পীরজাদা এহসান সহ মাদ্রাসার অন্যতম শিক্ষক ইব্রাহিম,সানাউল্লাহ সহ অন্যান্যরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পীরজাদা মাসুম বাখতেয়ারি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct