যুগলবন্দি
বিল্লাল মাহমুদ
তোমাতে মিশেছে আমার সকল আমাতে তোমার সব,
ভালোবাসা সখী কারে কয় জানো? নির্জনে কলরব।
তোমার হাসিতে আমার বদন হেসে ওঠে একসাথে,
তোমার কাঁদনে আমারো সজনী জল ঝরে আঁখিপাতে।
তোমার ছোঁয়াতে আমি জেগে উঠি তোমার হৃদয়ে বাঁচি,
কাছে আর দূরে যেখানেই থাকো আমি থাকি কাছাকাছি।
তোমার স্বপ্নে আমি হই রাজা আমার তুমি যে রানী,
আকাশে বাতাসে জলে ও স্থলে হয়ে গেছে জানাজানি।
তোমার সোহাগে আমি সুখ পাই আমার সোহাগে তুমি,
আমরা দু’জনে ভালোবাসা ভূমে দু’জনারে যাই চুমি।
তোমার আয়ুতে বাঁধা আছি আমি আমার আয়ুতে তুমি,
একসাথে বাঁচি একসাথে মরি একহালে চষি ভূমি।
মরণ এলেও এই ভালোবাসা হয়ে রবে অক্ষয়,
ধরেছি দু’হাত ছাড়বো না আর মানবো না পরাজয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct