নিজস্ব প্রতিবেদক, নিউটাউন, আপনজন: শীতকালীন মরশুমে এলাকার রিকশা চালকদের ডেকে নিয়ে ‘সমাজবন্ধুদের’ হাতে শীতবস্ত্র তুলে দিলেন বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল ও আজিজুল হোসেন। শনিবার সন্ধ্যায় আটঘরা ১২ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন ষষ্ঠীতলা মাঠের সামাজিক ওই কর্মসূচি থেকে কমবেশি ৩০০ জন রিকশাচালকদের হাতে শীতবস্ত্র স্বরূপ কম্বল প্রদান করা হয়। এরই দিন দিন কয়েক আগে আটঘরা প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে ওয়ার্ডের প্রায় ১৫০০ ব্যক্তিদের শীত বস্ত্র বিতরণ করেন আজিজুল। একইসঙ্গে তিনি জানান, আগামী ১৮ ডিসেম্বর ওয়ার্ডের ২০০ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ করা হবে। এদিন উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। অন্যদিকে, আরও জনসংযোগের লক্ষ্যে শীতকালীন সময়ে এলাকাভিত্তিক প্রতিযোগিতামূলক ফুটবল খেলা আয়োজন করে বিধাননগর কমিশনের পুলিশ। সেই অংশে কমিশনারেটের বাগুইআটি থানা অঞ্চলে ১৪ টি ওয়ার্ড পুলিশের ওই ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। সেখানে চ্যাম্পিয়ন হয় বিধাননগর পুরনিগমের আটঘরা ১২ নম্বর ওয়ার্ডের টিম। এদিন কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল ওয়ার্ডের সেই চ্যাম্পিয়ন দলের প্রতিটি প্লেয়ারকে সংবর্ধনা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, বাগুইআটি থানার আইসি শান্তনু সরকার, মহামেডান ক্লাবের ফুটবলার শফিউর রহমান, সন্তোষ ট্রফির সরকারি কোচ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct