মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমানের অন্যতম পুরানো মসজিদ কালনা গেট বন মসজিদ। এই মসজিদটি তৈরি করেন মুঘল সম্রাট ফারুকশিয়ার। সম্রাট ঔরঙ্গজেবের নাতি আজিমুশানের পুত্র সম্রাট ফারুকশিয়ার। বিদ্রোহী দমনে আজিমুশশান বর্ধমানে অবস্থান করছিলেন। সেই সময় বিখ্যাত পীর বায়াজিদের কাছে কালনা গেট কপি বাগান সংলগ্ন আস্তানায় আজিমুশশান তার দুই পুত্র করিম ও ফারুক শিয়ার কে পাঠান। সুফি সাধক পীর বায়াজিদ ফারুক শিয়ার কে শিষ্যত্ব দান করেন । পীরের হাতে বায়াত গ্রহণ করেন ফারুকশিয়ার। পরে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তিনি বর্ধমান শহর সংলগ্ন কালনা গেটে তৈরি করে দেন বন মসজিদ । বনের মধ্যে অবস্থিত বলে এই মসজিদের নাম হয় বন মসজিদ। মুসলমান সম্প্রদায়ের বসবাস পাশাপাশি না থাকায় পার্শবর্তী খা পুকুর ও কপি বাগান থেকে মানুষ এসে মসজিদ আবাদ করেন । দেশ ভাগের পর অজ্ঞাত কারণে ঐ এলাকা মুসলিম শূন্য হয়ে যায়। বহুদিন মসজিদ বন্ধ থাকার পর ২০০০ সাল থেকে কিছু মানুষের উদ্যোগে মসজিদ মেরামতি ও ২০০৪ সাল থেকে মসজিদে পুনরায় নামাজ চালু হয়। বর্তমান মসজিদের তরুণ তুর্কি সম্পাদক আসগর আলি ও মসজিদ কমিটি মসজিদ উন্নয়নে প্রভুত কাজ করে চলেছেন । মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এক গম্বুজ ওয়ালা মসজিদ দেখতে বহু দূর দুরান্ত থেকে মানুষ জন আসেন । সুফী সাধক বায়াজিদের কবর আজও বিদ্যমান ।মসজিদ ছাড়া সমস্ত সম্পত্তি বেদখল হয়ে গেছে । সম্পত্তি উদ্ধারে হাইকোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct