এহসানুল হক ও মনিরুজ্জামান, বাদুড়িয়া, আপনজন: প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা তুষার সিংহের স্মরণে শনিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় এক রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপি নেতৃত্বরা অভিষেক আতঙ্কে ভুগছে। অভিষেক আতঙ্কে বিজেপি নেতারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে তিনি বলেন, অবিলম্বে ওদের চিকিৎসার প্রয়োজন। তিনি আরও বলেন,দলকে আমরা খুব সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছি, দলের মধ্যে আপনারা কোন দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, দলের মধ্যে কোন গ্রুপিং রাখবেন না। আমাদের নেত্রী কিন্তু একটাই, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই মিলে একসাথে চলব।
রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কথায় তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে উন্নয়নকে সামনে রেখে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তা অন্য কোনও দলে দেখা যায় না। দমকলমন্ত্রী সুজিত বোস আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বলেন, ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে জনগণের উপস্থিতি বহুলাংশে বাড়বে। সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক তাঁর বক্তব্যে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি মমতা ও অভিষেকের নেতৃত্বে যেভাবে বাংলায় সুশাসন স্থাপিত হয়েছে তাকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মা মাটি মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান রাখেন। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ দাবি করেন বিজেপি একটি ভন্ড রাজনৈতিক দল যাদের নির্দিষ্ট কোন ইস্যু নেই। কেবলমাত্র ধর্মীয় ইস্যুকে পাথেও করে ভোটের বৈতরণী পার হতে চায়। এছাড়া বক্তব্য রাখেন বিধানসভায় মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক নারায়ণ গোস্বামী,বিধায়ক হাজী নুরুল ইসলাম, বিধায়ক বিশ্বজিৎ দাস,বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সরোজ ব্যানার্জি, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র,সমিক রায় অধিকারী প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানটির আয়োজক ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct