সুব্রত রায়, কলকাতা, আপনজন: আজ রাজ্য জুড়ে প্রাথমিকের টেট পরীক্ষা। ৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দিতে চলেছেন প্রাথমিক টেট। শিক্ষক নিয়োগের এই পরীক্ষা ঘিরে রাজ্য প্রশাসনের তরফে প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষা শুরু হওয়ার আগের দিন সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। কেউ কেউ টেট বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন পর্ষদ সভাপতি। শনিবার সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘পর্ষদের কাছে, প্রশাসনের কাছে খবর আছে।
কেউ কেউ পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করার চেষ্টা করছেন। প্রসাসনের কাছে খবর আছে। সেরকম হলে প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করব।’ প্রোটোকল অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বলে এদিন তিনি জানান। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে টেট পরীক্ষা কেন্দ্রগুলিতে। রাজ্যজুড়ে মোট ১৪৬০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ইতিমধযে সমিওস্ত জেলার জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসককে নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত এবারের পরীক্ষায় কোশ্চেন বুকলেট এবং ওএমআর শিটের কপি প্রার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে। যাতে কোন প্রশ্নের উত্তর কী দিয়েছে চাকরিপ্রার্থীরা, এবং তার ভিত্তিতে কত নম্বর পেতে পারেন তা নিজেরা মিলিয়ে নিতে পারেন। পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হলে প্রার্থীদের সাহায্য করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতিমধ্যে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে। ৬২৯২২৭৮৪৩৮ নম্বরে যোগাযোগ করে পরীক্ষার্থীরা নিজেদের সমস্যার কথা জানতে পারবেন
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct