আপনজন ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে কাতার এখন সারা বিশ্বের কীর্তিমান তারকাদের মিলনক্ষেত্র। প্রথম কোনো আরব ও মুসলিম দেশে এবারের বিশ্বকাপ হওয়ায় ঘটে চলছে নানান ব্যতিক্রমী ঘটনা। ফিফার ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এর উদ্বোধনী পর্বে পাঠ করা হয় পবিত্র কোরআনের একটি আয়াত। নানা দেশের ভক্ত ও দর্শকদের কাছে ইসলামের পরিচিতি এবং আরব ও মুসলিম সংস্কৃতি তুলে ধরতে নানা উদ্যোগ নেয় কাতারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তেমনি বিশ্বকাপ দেখতে এসে পবিত্র কোরআন শুনে মুগ্ধ হয়েছেন লিভারপুলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইয়ান জেমস রাশ। বিশ্বখ্যাত কারি ফাতিহ সেফেরাজিকের সুললিত কণ্ঠে সুরা ফাতিহা শোনেন তিনি। এরপর ইয়ান রাশের কাছে পঠিত সুরার সারমর্ম তুলে ধরেন সেফারাজিক। গত ৩ ডিসেম্বর কোরআন তিলাওয়াতের সেই ভিডিও টুইটারে পোস্ট করে সেফেরাজিক লিখেছেন, ‘কোরআন সবার জন্য। তা শোনা এবং তা নিয়ে চিন্তাভাবনা সবার দায়িত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct