আপনজন ডেস্ক: শিক্ষা ও স্বাস্থ্যের শাপাশি অন্যান্য সামাজিক দায়বদ্ধতার জায়গায় সমাজসেবার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’। শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরিষেবা দানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখল সেই সংস্থা। টেট কোচ হাবিব শেখের নেতৃত্বে পুরো বিষয়টি পরিচালিত হচ্ছে। হাবিব শেখ ও মানবতা যৌথ উদ্যোগে প্রাইমারি টেটের নিয়মিত কোচিং দেওয়া হয়। বিগত দেড় মাস ধরে চলে সেই কার্যক্রম। মূলত অনলাইন পদ্ধতিতে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস, নোটস ও পরামর্শ প্রদান করা হয়। শুক্রবার তার শেষ ক্লাস হয়। রবিবার পরীক্ষা হবে তার আগে প্রতিযোগিদের শুভেচ্ছা জানান হাবিববাবু ও মানবতার সম্পাদক জুলফিকার আলি পিয়াদা।
এক প্রশ্নের উত্তরে ‘মানবতা’র সম্পাদক জুলফিকার আলি পিয়াদা বলেন “শিক্ষাক্ষেত্রে ‘মানবতা’র উদ্দেশ্য সমাজের হারিয়ে যাওয়া মেধাকে যেমন রক্ষা করা, তেমন উচ্চশিক্ষায় নিম্ন মধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের পড়ুয়াদের পাশে দাঁড়ানো। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অভাবগ্রস্থ পরিবারের ছেলেমেয়েদেরকেও বিশেষভাবে সহযোগিতা করা। সেই দিক থেকে এটা একটা বিশেষ উদ্যোগ। এটা সম্ভব হয়েছে টেট কোচ শিক্ষক শেখ হাবিবের বিশেষ উদ্যোগ ও তার নেতৃত্বে অন্যান্য শিক্ষদের ত্যাগের জন্য।” এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেন শিক্ষক শেখ মুহাম্মদ ফারুক। জুলফিকার আলী পিয়াদা আরও জানান “এভাবে যদি উদারমনস্ক মানুষজন স্বতঃস্ফূর্তভাবে সমাজসেবার কাজে আগিয়ে আসেন তাহলে শিক্ষাক্ষেত্রে আরো বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।” তিনি জানান আগামী ২০২৩ শিক্ষাবর্ষে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষাক্ষেত্রে পিছিয়েপড়া দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বেশ কয়েকটি ফ্রি কোচিং সেন্টারের মাধ্যমে পড়াশোনা চালু হবে। একাজে বেশ কিছু শিক্ষিত যুবকের ত্যাগ ও অবদান থাকছে।পাশাপাশি পেশাভিত্তিক উচ্চশিক্ষার ক্ষেত্রে সল্পপরিসরে স্কলারশিপের ব্যবস্থা করা হবে দুস্থ মেধাবীদের জন্য।এ সবই সম্ভবপর হতে চলেছে মেধাবীদের পাশে থাকতে চাওয়া মুষ্টিমেয় কয়েকজন দরদী মানুষের জন্য। মানবতার পাশে থেকে সমাজসেবার কাজে আরও বেশি মানুষকে আগিয়ে আসার আহ্বান জানান মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct