মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের কালনার অন্যতম প্রাচীন মসজিদ শাসপুর দাঁতন কাঠির ভাঙ্গা মসজিদ। বিখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার বাংলার ইতিহাস বইতে এই মসজিদের উল্লেখ করেছেন। মসজিদের অবস্থা একেবারেই ভগ্নপ্রায়। ৯০৯ হিজরীতে আলাউদ্দিন ফিরোজ শাহের রাজত্বকালে উল্গু খা রমজান মাসে এই মসজিদটি নির্মাণ করেন। পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্তে পাঠান মুঘল আমলের অনেক পরিত্যাক্ত প্রাচীন মসজিদ দেখতে পাওয়া যায়। অযত্নে অবহেলায় এই মসজিদগুলো একেবারেই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। ঐতিহাসিক দলিল হিসেবে এর গুরুত্ব অপরিসীম।বর্ধমান শহর, কালনা , কাটোয়া এবং বিভিন্ন প্রান্তের ঐতিহাসিক এই মসজিদ গুলো দেখতে পাওয়া যায়। কালের নিয়মে কিছু এলাকাবাসীর সদিচ্ছায় মসজিদ গুলি রক্ষণাবেক্ষণ এবং নামাজ আদায় হয়। আবার অনেক মসজিদ রক্ষণাবেক্ষণের অভাবে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালনার শাসপুরের দাঁতন কাঠির মসজিদ ঐতিহাসিক গুরুত্ব হিসেবে অপরিসীম। মসজিদের শিলালিপিতে ৯০৯ হিজরির উল্লেখ আছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct