জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তনতন গ্রামের তৃণমুল কংগ্রেসের প্রথম শহীদ প্রধান সিং মুড়ার স্মরণ সভা অনুষ্ঠিত হলো তার নিজ বাসভবন তনতন গ্রামে। শুক্রবার যথারীতি মর্যাদার সাথে পালিত হয় স্মরণ সভা। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ও পরে শহীদ প্রধান সিং মুড়ার আবক্ষ মূর্তিতে ফুল পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান প্রথমে উনার বৌদি জ্যোতি সিং মুড়া, দাদা প্রাক্তন আর্মি বিধান সিং মুড়া সহ পরিবারের সকলেই। পরে ব্লক,অঞ্চল,জেলা কমিটি ও বিধায়ক এবং রাজ্য সম্পাদিকা ছাড়া এলাকার কর্মী সমর্থকরা শ্রদ্ধা জানান। এদিন শহিদ প্রধান সিং মুড়া এর সংগ্রামী জীবনি নিয়ে স্মৃতিচারণা করেন একাধিক শীর্ষ নেতৃত্বরা। মাল্যদান শেষে আনুষ্ঠানিক ভাবে ওই গ্রাম সহ আসে পাশের গ্রামের ২৩১ জন দুঃস্থ অসহায়দের শীত বস্ত্র বিতরণ করেন শহীদ প্রধান সিং মুড়ার দাদা প্রাক্তন আর্মি বিধান সিং মুড়া ছাড়া বিধায়ক থেকে শুরু করে রাজ্য মহিলা সম্পাদিকা নমিতা সিং মুড়া সহ ব্লকের সকল নেতৃত্বরা শীত বস্ত্র তুলে দেন ওই গ্রাম সহ আসে পাশের বেশ কয়েকটি গ্রামের দুঃস্থ অসহায় পরিবারের হাতে। এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য, জেলা ও ব্লক নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct