ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের খুঁটিনাটি
আশিকুল আলম বিশ্বাস
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ কর্মচারী নিয়োগের পরীক্ষায় হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ)। পরীক্ষাটি চারটি গ্রুপের (A,B,C,D ) অফিসার নিয়োগের জন্য হয়। গ্রুপ-বি কেবল মাত্র পুলিশ বিভাগের জন্যই নির্ধারিত। পরীক্ষাটি নেয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিসন । ফর্ম ফিলাপের সময় পরীক্ষার্থীদের কাছে দুটি অপসন থাকে যে ,চারটি গ্রুপের জন্য পরীক্ষা দিতে চাও ,না, কেবল সি, ডি গ্রুপের জন্য পরীক্ষা দিতে চাও? চারটি গ্রুপের জন্য কেউ যদি পরীক্ষা দিতে চায় তাহলে তাকে মেন পরীক্ষায় অতিরিক্ত একটি গ্ৰাজুয়েশন লেভেলের অপসনাল বিষয়ে পরীক্ষা দিতে হয়,যার দুটি পেপার থাকে ২০০+২০০ মোট ৪০০ নম্বরের । অপসনাল বিষয়ের লিস্ট দেওয়া থাকে, সেখান থেকে নিজের পছন্দ মতো বিষয় নির্বাচন করা যায়। অপসনাল পরীক্ষা ৩+৩ মোট ৬ ঘণ্টার লিখিত পরীক্ষা । ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাটি নেওয়া হয় তিনটি ধাপে-প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ। পরীক্ষাটি দেবার জন্য শিক্ষাগত যোগ্যতা যেকোন বিষয়ে স্নাতক হলেই হবে ( অনার্স অথবা পাস কোর্সে )। বয়স হতে হবে ২১ -৩৬ (গ্রুপ বি- এর ক্ষেত্রে ন্যূনতম বয়স ২০ ,D গ্রুপের জন্য সর্বোচ্চ বয়স ৩৯ )। এসসি, এসটি ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পায়।
প্রিলিমিনারি পরীক্ষাঃ এই পরীক্ষা সাধারণত জানুয়ারী বা ফেবরুয়ারী মাসে হয়। ফর্ম বেরোয় নভেম্বর মাস নাগাদ। পরীক্ষাটি একটি পেপারের উপর হয় সেটি হল জেনারেল স্টাডিস । ২০০ নম্বরের পরীক্ষা, সময় আড়াই ঘণ্টা । নেগেটিভ মার্কিং থাকে ১/৩। জেনারেল স্টাডিস পেপারটি ৮টি বিষয়ের উপর এম.সি.কিউ (MCQ) পরীক্ষা হয় ,প্রতিটি বিষয়ের উপর এক নম্বর করে ২৫ টি প্রশ্ন থাকে । মোট ৮ গুণ ২৫ = ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন। জেনারেল স্টাডিসের এই ৮টি বিষয় হল- ১। ইংরেজি রচনা ২। সাধারন বিজ্ঞান
৩। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বের বর্তমান ঘটনা ৪.ভারত ইতিহাস ৫.পশ্চিমবঙ্গের বিশেষ রেফারেন্স দিয়ে ভারতের ভূগোল ৬. ভারতীয় শাসন ও অর্থনীতি। ৭.ভারতীয় জাতীয় আন্দোলন। ৮.সাধারণ মানসিক ক্ষমতা।
মেন পরীক্ষা: মেন পরীক্ষা হয়ে থাকে জুলাই – আগস্ট মাসে ( আনুমানিক )। অপসনাল + কম্পালসারি দুটি প্রধান ভাগ থাকে । যারা চারটি গ্রুপের জন্য পরীক্ষা দেবে তাদের অপসনাল আর কম্পালসারি দুটো বিভাগেই পরীক্ষা দিতে হবে । আর যারা কেবলমাত্র সি ও ডি গ্রুপের জন্য পরীক্ষা দেবে তাদের কেবলমাত্র কম্পালসারি পরীক্ষা দিলেই চলবে।কম্পালসারি বিভাগটি ৬ টি পেপারের ওপর হয় ।
বিষয়গুলি হল: ১.বাংলা /নেপালি/ হিন্দি /সাঁওতালি /উর্দু /নেপালি ) : চিঠি লিখন/ প্রতিবেদন লিখন , প্রেসি , গ্রামার , বঙ্গানুবাদ (যারা বাংলা নেবে )
২. ইংরেজি: লেটার রাইটিং / রিপোর্ট রাইটিং , গ্রামার , ট্রান্সলেসন । (১ এবং ২ বিষয় দুটি লিখিত হয় । বাকি চারটি বিষয় এম.সি.কিউ ( MCQ) টাইপের । নেগেটিভ মার্কিং থাকে ১/৩ । সবগুলি পেপার হয় ২০০ নম্বর করে ।
বাকি চারটি পেপার হল (৩,৪,৫ ও ৬)।
৩.জেনারেল স্টাডিস 1: Indian history with special emphasis on National Movement. Geography of India With Special Reference to West Bengal.
৪.জেনারেল স্টাডিস 2: Science and Scientific & Technological advancement, Environment, General Knowledge and Current Affairs. ৫. The Constitution of India and Indian Economy including role and functions of Reserve Bank of India.
৬. Arithmetic and Test of Reasoning.
প্রতিটি Group-এ চাকরির যে যে পদগুলি আছে তা হল – WBCS Group A Posts- ১) WBCS এক্সিকিউটিভ, (২) পশ্চিমবঙ্গ কমার্শিয়াল টেক্স সার্ভিস, (৩) পশ্চিমবঙ্গ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস, (৪) পশ্চিমবঙ্গ এক্সাইজ সার্ভিস, (৫) পশ্চিমবঙ্গ কো অপারেটিভ সার্ভিস, (৬) পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস, (৭) পশ্চিমবঙ্গ ফুড & সাপ্লাই সার্ভিস, (৮) পশ্চিমবঙ্গ এম্প্লয়মেন্ট সার্ভিস, (৯) পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভেনিউ সার্ভিস। WBCS Group B Posts- এই গ্রুপে শুধুমাত্র “পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস”(WBPCS) এ নিয়োগ করা হয়। WBCS Group C Posts-
(১) জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার, (২) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, (৩) পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, (৪) অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, (৫) পশ্চিমবঙ্গ SUBORDINATE ল্যান্ড রেভিনিউ সার্ভিস, (৬) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, (৭) চিফ কন্ট্রোলার অফ কারেকশন সার্ভিস।
WBCS Group D Posts-
(১) ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সার্ভিস, (২) পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, (৩) রিহ্যাবিলিটেশন অফিসার।
WBCS Physical Requirements-
Group-A,C,D পদগুলির জন্য কোনো Physical Requirements চাওয়া হয়নি। কিন্তু Group-B এর জন্য আলাদা ভাবে কিছু Physical Requirements রাখা হয়েছে। Group-B তে আবেদন করার জন্য ছেলেদের ন্যূনতম ১৬৫ সেন্টিমিটার এবং মেয়েদের নূন্যতম ১৫০ সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে। যদি কোনো প্রার্থীর উপরিউক্ত উচ্চতা না থাকে তাহলে সেই প্রার্থী Group-B পদে আবেদন করতে পারবে না।
WBCS Application Process (আবেদন পদ্ধতি)- wbpsc.gov.in এটি হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেই সমস্ত WBPSC Recruitment-এর ফর্ম ফিলাপ করা যায়। বর্তমানে WBCS পরীক্ষার জন্য ২১০টাকা আবেদন মূল্য। এই পরীক্ষার পরীক্ষা কেন্দ্রগুলো হল ঃ Kolkata (North), Kolkata (South), Baruipur, Diamond Harbour, Barrackpore, Barasat, Howrah, Hooghly, Burdwan, Asansol, Medinipur, Tamluk, Bankura, Berhampore, Malda, Jalpaiguri, Alipurduar, Cooch Behar, Siliguri, Kalimpong, Darjeeling.
WBCS Selection Process
পরীক্ষাটি মোট তিনটি ধাপে হয় – (১) প্রিলিমিনারি পরীক্ষা (২) মেইন পরীক্ষা (৩) ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। মেইন পরীক্ষাটি তারাই দিতে পারে যারা প্রিলিমিনারি পরীক্ষার Cut-Off ক্লিয়ার করে। ফাইনাল Merit list বের করা হয় মেইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধার ক্রম অনুযায়ী।
ইন্টারভিউ: এ এবং বি গ্ৰুপের ক্ষেত্রে ২০০ নম্বরের ইন্টারভিউ হয়। লিখিত ও ইন্টারভিউ মিলিয়ে চূড়ান্ত সফল এ ও বি গ্ৰুপের প্রার্থীদের লিস্ট বেরোনোর পরে ইন্টারভিউ দেওয়া বাকি প্রার্থীদের সি গ্ৰুপের জন্য আর ইন্টারভিউ দিতে হয়না। তাদের ক্ষেত্রে ২০০ প্রাপ্ত থেকে সি গ্ৰুপের ইন্টারভিউয়ে বরাদ্দ ১৫০ তে কতো পাচ্ছে দেখে শুধু সি গ্ৰুপের জন্য নির্বাচিত আবেদনকারীদের ১৫০ নম্বরের ইন্টারভিউ নিয়ে তাদের সাথে তুলনা করে সি গ্ৰুপের চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকা তৈরি করা হয়। সি গ্ৰুপের চূড়ান্ত সফল প্রার্থীদের সি গ্ৰুপের নির্ধারিত পোস্টে চাকরির জন্য সুপারিশ করা হয়। সেখান থেকে সি গ্ৰুপের অসফল প্রার্থীদেরকে আর ডি গ্ৰুপের জন্য ইন্টারভিউ দিতে হয় না। শুধু ডি গ্ৰুপের ১০০ নম্বরের ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের সাথে ১০০ নম্বরে তাদের প্রাপ্ত নম্বর যোগ করে ডি গ্ৰুপের চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকা তৈরি করে চাকরির জন্য সুপারিশ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct