আজিম শেখ, রামপুরহাট, আপনজন: শুক্রবার রামপুরহাটে আসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র তাকে সম্বর্ধনা জানান রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ড. আশীষ বন্দ্যোপাধ্যায়, টিংকু ভকত সহ একাধিক কর্মীগণ। অনুব্রতহীন পঞ্চায়েত ভোট কেমন হবে? এই প্রসঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানান ব্যক্তিগতভাবে তিনি অনুব্রত মণ্ডলকে অনেক দিন ধরে চেনেন এবং একসাথে দল করেন। তাই অনুব্রত প্রসঙ্গে দলের কি বক্তব্য সেটা কারো অজানা নয়। একই কথা বারবার বলে তিক্ত করে লাভ নেই। বিশেষ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত প্রসঙ্গে কি বলেছেন সেটা আমরা সবাই জানি। তবে বীরভূমের প্রত্যেকটি বুথে তৃণমূলের কর্মী সমর্থক আছেন, তারা কাজ করছেন তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং থাকবেন। চলতি এই ডিসেম্বরে ১২-১৪ এবং ২১ এই তিন দিন একটি গুরুত্বপূর্ণ দিন জানান শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে মদন মিত্র বলেন শুভেন্দু অধিকারী থেকে শুভেন্দু কি শাস্ত্রী হয়ে গেলেন? আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, আমার বিশ্বাস এরকম কোন কাগজপত্র মমতা বন্দ্যোপাধ্যায় পেলে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি বলেন, আপনারা দেখেছেন এই যে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে। সঙ্গে সঙ্গে দল ব্যববস্থা নিয়েছে। তৃণমূল অন্যায় দুর্নীতি সহ্য করবে না। যদি কোন কর্মী অন্যায় করে নিশ্চয় তার শাস্তি হবে। মমদন আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোন প্রধান, উপপ্রধান, বা অঞ্চল সভাপতি যে হোন না কেন মানুষের পাশে না থাকলে তাকে দল মেনে নেবে না। দল দুর্নীতির রেয়াত করে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct