আপনজন ডেস্ক: সেরা নকশা পরিকল্পনার জন্য ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি মসজিদ পঞ্চম ব্রিটিশ বিকন মসজিদ পুরস্কার-২০২২ জিতেছে। বেস্ট ফিউচার মসজিদ ডিজাইন বা মসজিদের সেরা নকশা হিসেবে দ্য মদিনাত আল-জাহরা প্রজেক্ট এ পুরস্কার লাভ করে। বর্তমানে গ্রেট হর্টন এলাকার বার্টল লেনে মসজিদটির নির্মাণকাজ চলছে। তিন শর বেশি জমা হওয়া নকশার মধ্যে এ প্রজেক্টটি সেরা হিসেবে নির্বাচিত হয়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা মিনহাজ উল কোরআন ইন্টারন্যাশনালের প্রধান প্রকল্প হিসেবে এর কাজ শুরু হয়। মসজিদের নতুন ভবনে একটি এডুকেশনাল কমপ্লেক্স, বড় মসজিদ, কমিউনিটি সেন্টার, খেলাধুলা ও বিবাহের বহুমুখী হল, ক্যাফে এবং ফুল-টাইম বোর্ডিং সুবিধা থাকবে। মদিনাত আল-জাহরা প্রজেক্টের প্রশাসন বিভাগের প্রধান হুজাইফা আল-ইয়ামানি বলেন, ‘এ সম্মাননা শুধু আমাদের জন্য নয়; বরং তা ব্র্যাডফোর্ডের সব অধিবাসীর জন্য। এ প্রকল্পটি শুধু মুসলিমদের জন্য নয়; বরং তা একমাত্র শিক্ষার উদ্দেশ্যে কমিউনিটির সবার জন্য। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct