সেখ নুরুদ্দিন, কলকাতা, আপনজন: ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়ার (ভূমি) উদ্যোগে কলেজস্ট্রিট কফি হাউসের বইচিত্র সভাঘরে নারী শিক্ষা জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া স্মরণ অনুষ্ঠানে রোকেয়া সম্মাননায় ভূষিত হলেন সংখ্যালঘু শিক্ষা সমাজের আইকন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী মুন্সী আবুল কাশেম, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট সমাজসেবী ডঃ সুরঞ্জন মিদ্দে ও আঞ্জুমানারা খাতুন। রোকেয়া স্মারক সম্মাননা ও মানপত্র তুলে দেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাইফুল্লাহ সামিম। নারী শিক্ষা জাগরণে রোকেয়ার অবদান তুলে ধরেন বিদ্বজ্জনেরা। সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নারী শিক্ষা ও প্রগতির প্রয়োজন। তাই অন্তরায় দূরীকরণে সমাজকে আধুনিক মনস্ক হবার বার্তা দেন তারা। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, গিয়াসউদ্দিন দালান, এম এ ওহাব, আব্দুর রশিদ মোল্লা, আমজাদ হোসেন, সৌমিত্র দস্তিদার , ইসমাইল দরবেশ, ঢাকা বাংলা একাডেমির অধিকর্তা শাহাদাত হোসেন প্রমুখ ব্যক্তিত্ব। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম কর্মকর্তা এম. রুহুল আমিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct