সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাতের অন্ধকারে পরপর পাঁচটি মন্দিরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ধবনী গ্রামে। গ্রামবাসীদের সূত্রে খবর একই জায়গায় সরস্বতী, কালী,মনসা,দুর্গা ও হরি মন্দির অবস্থিত হওয়ায় পাঁচটি মন্দিরেরই কোনটির তালা ভেঙে বা কোনোটি খোলা পেয়ে দুঃসাহসিক ভাবে চুরি করা হয়। গ্রামবাসীরা জানাচ্ছেন মন্দিরের বিভিন্ন সোনার গহনা,বাসনপত্র চুরি গেছে এবং মন্দিরের মূর্তিি ভেঙে ফেলা হয়েছে। গ্রামবাসীদের অনুমান প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া গেছে। সাতসকালে খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকাজুড়ে। দিনের আলো ফুটতেই গ্রামবাসীরা তাদের গ্রামে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা পাকড়াও করে ওই ব্যক্তিকে।পরবর্তীতে গ্রামবাসীদের কথা নিজের মুখে স্বীকার করে নেয়। এও জানায় তার সাথে আরও দুজন ছিল। তড়িঘড়ি স্থানীয় গঙ্গাজলঘাটি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পাকড়াও করে রাখা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করে।পুরো বিষয়টি বিশদে খতিয়ে দেখছে স্থানীয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। শৈত্যপ্রবাহের সকালে এই ধরনের ঘটনা গা গরমের অনুভূতি প্রদান করেছে গ্রামবাসীদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct