আপনজন ডেস্ক: বিশ্বজুড়ে ৩০ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রাশিয়া ও ইরানের নাগরিক রয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। এর আগে, ফ্রান্স ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানায়। মানবাধিকার লঙ্ঘন, আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও রাশিয়াকে ড্রোন সহায়তা দেওয়ার কারণে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। একদিন পর ব্রিটেন এমন নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেয়া হলো। নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct