আপনজন ডেস্ক: সৌদি আরব সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। তাদের এ বৈঠকে সৌদি আরবের সাথে ৩৪টি চুক্তিতে সই করেছে চীন। জানা গেছে, চীন বিনিয়োগ করবে সৌদি আরবের পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, নির্মাণ এবং অন্যান্য শিল্প খাতে। যার মধ্যে রয়েছে ‘হুয়াওয়ে’ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রবেশাধিকারও। ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। এর আগে, বুধবার সৌদি আরব পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট। তাঁকে করমর্দন করে ইয়ামামাহ প্রাসাদে স্বাগত জানান ৩৭ বছর বয়সী সৌদি যুবরাজ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct