সম্প্রীতি মোল্লা, মঙ্গলকোট, আপনজন: সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের ভূমি দপ্তর সহ বিভিন্ন দপ্তরে মঙ্গলকোটের লোচনদাস সেতু এলাকার বাসিন্দারা অজয় নদী থেকে বালি তোলা বিষয়ক অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন হয়। শুক্রবার সাতসকালে কমিটির বিভিন্ন আধিকারিকরা লোচন দাস সেতু এলাকা পরিদর্শন করলেন। লোচনদাস সেতু এলাকার নিচে থেকে যন্ত্রচালিত নৌকার মাধ্যমে অজয় নদী থেকে বালি তোলা হয় । এখানে বীরভূমের সঙ্গে যোগাযোগকারি সেতুর যাতে কোন রূপ ক্ষতি না হয় সেই উদ্দেশ্যেই অভিযোগ দায়ের করা হয়েছিল। সেতুর পিলার থেকে আড়াইশো মিটার দূরে যদি বালি তোলা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা না হওয়ারই কথা। পরিদর্শকরা এলাকা পরিদর্শন করে জানান, ঘটনাস্থল ঘুরে দেখলাম। যদিও বালি তোলার ক্ষেত্রে যে ভাইব্রেটার মেশিন ব্যবহার করা হয় সেই মেশিন নিয়েও সমূহ আপত্তি উঠেছে । দীর্ঘক্ষণ ধরে ভাইব্রেটার চালিয়ে বালি তোলা হলে সেতুর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি । তাই সেই বিষয়ে দৃষ্টি আরোপ করেন আধিকারিকরা ।
এদিন উপস্থিত ছিলেন এস.ডি.এল এন্ড এল.আর.ও আধিকারিক, বি.এল.আর.ও, ব্লক ইঞ্জিনিয়ার, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা ।রাত ৮টার পর থেকে ভোর অবধি লোচনদাস সেতুর নিচে যন্ত্রচালিত নৌকার মাধ্যমে বালি উত্তোলন চলছে বলে অভিযোগ উঠছে।এই ঘটনায় যুক্তরা প্রভাবশালী তাই সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়না বলে দাবি বিভিন্ন সুত্রে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct