আপনজন ডেস্ক: সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের পরামর্শ দিয়ে প্রাইভেট মেম্বার বিল পেশ করায় শুক্রবার রাজ্যসভায় তীব্র বিরোধিতা করেন বিরোধী দলের সদস্যরা। যদিও প্রবল বিক্ষোভের মধ্যে বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা বিলটি উত্থাপন করেন। এই বিলের প্রতিবাদে কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল এবং ডিএমকে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিজু জনতা দল হাউস থেকে ওয়াকআউট করে। যদিও কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি সহ বিরোধী দলের অনেক সদস্য আলোচনার সময় ও ভোটের সময় উপস্থিত ছিলেন না। মোট ৬৩ জন সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছিলেন এবং ২৩টি ভোট এর বিপক্ষে ছিল। বিরোধী দলের সদস্যরা বিজেপি সদস্য কিরোদি লাল মীনাকে বিলটি প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে আইনটি গ্রহণ না করার জন্যও আবেদন জানান। কারণ, তাদের দাবি ছিল এটি দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ধ্বংস করবে। বিলটি ইউসিসি প্রস্তুত এবং সারা ভারত জুড়ে এর বাস্তবায়নের জন্য জাতীয় পরিদর্শন ও তদন্ত কমিটি গঠন করার চেষ্টা করে।কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বিলটি উত্থাপনের পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেন, বি আর আম্বেদকরকে উদ্ধৃত করে সদস্যরা যে মন্তব্য করেছেন তা দেখে আমি ব্যথিত। সংবিধানের নির্দেশক নীতির অধীনে থাকা একটি বিষয় উত্থাপন করা একজন সদস্যের বৈধ অধিকার, এই বিষয়টি হাউসে বিতর্ক করা হোক। সরকারের বিরুদ্ধে দোষারোপ করা, প্রবর্তন পর্যায়ে বিলটির সমালোচনা করার চেষ্টা করা অপ্রয়োজনীয়। আমি চাই যে বিলটি পেশ করা হোক।
বিএই বিলের বিরোধিতা করে এমডিএমকে-র ভাইকো ট্রেজারি বেঞ্চের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দেশপ্রেম আপনাদের একচেটিয়া অধিকার নয়। আপনার সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, তারা আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা কাশ্মীরকে শেষ করে দিয়েছে...। আমরা দেশের বিপর্যয় ও বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাচ্ছি। সংখ্যালঘুরা মারাত্মকভাবে আহত হয়েছে। দয়া করে দেখুন যে বিলটি উত্থাপিত না হয়। এটা লজ্জার এবং দুঃখের দিন যে আমাদের এর মধ্য দিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন ভাইকো। সিপিআইিএম সাংসদ জন ব্রিটাস একটি আইন কমিশনের রিপোর্ট উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড প্রয়োজনীয় নয়। ডিএমকে-র তিরুচি শিভা বলে, অভিন্ন দেওয়ানি বিধির ধারণা ধর্মনিরপেক্ষতার বিরোধী। সমাজবাদী পার্টির আর জি ভার্মাও বিরোধিতা করে বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি সংবিধানের বিধানেরই বিরোধিতা করছে। আইইউএমএল-এর আব্দুল ওয়াহাব বলেন, উস্কানিমূলক এই বিল জাতির উপকারে আসবে না। তাই ফিরিয়ে নেওয়া উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct