সজিবুল ইসলাম, ডোমকল: জলঙ্গি ব্লকের স্বাস্থ্য দপ্তর ও বিডিও র উদ্যোগে হাম রুবেলা টিকা নিয়ে আলোচনা শিবির অনুষ্ঠিত হল ব্লকের ইমাম মোয়াজ্জিন দের নিয়ে। বৃহস্পতিবার দুপুরে জলঙ্গির বিডিও অফিসের সভা ঘরে ব্লকের সমস্ত ইমাম মোয়াজ্জিন সহ অন্য আধিকারিকদের নিয়ে টিকা প্রদানের বিষয়ে আলোচনা করলেন বিডিও শোভন দাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অমর ঘোষ। এই প্রশিক্ষণ শিবির থেকে ডাক্তার অমর ঘোষ জানান নয় মাস থেকে পনেরো বছর বয়সের বাচ্চাদের হাম রুবেলা টিকা দেওয়া হবে বিভিন্ন স্কুল ও আই সি ডি এস সেন্টার সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় হাসপাতালের মাধ্যমে। ব্লক ইমাম মোঃ সামেদুল আনসারী জানান ইমামরা সমাজের সমস্ত ভালো কাজের জন্য সহযোগিতা করে আসে আর এই হাম রুবেলা টিকা করণের বিষয়ে বিশেষ ভূমিকা নিবে বলেও জানান। ইমামরা মসজিদে নামাজ শেষে টিকার বিষয়ে আলোচনা করবে এলাকা বাসীদের নিয়ে।
বিডিও শোভন দাস বলেন আগেও এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এদিন ইমাম মোয়াজ্জিন দের নিয়ে আলোচনা করা হলো। ইমাম রা সমাজের মূল স্রোতে থাকেন তাদের কথাকে গ্রামের মানুষ বেশি গুরুত্ব দেয়।তাই ইমাম মোয়াজ্জিনরা টিকার বিষয়ে ভালো ভূমিকা পালন করবেন বলে আশাবাদী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct