জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (আবাস প্লাসে) রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম। সেই নাম বাতিলের আবেদন জানালেন পুরুলিয়ার ঝালদা ১ নং ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েত প্রধান। এবিষয়ে ঝালদা ১ নং ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েত প্রধান প্রকাশ কুমার মাহাতো বলেন , প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখতে পাই আমার নাম রয়েছে ।
আমার মনে হয় হয়তো এর পূর্বে যখন সার্ভে হয় তখন কোনো কারনে আমার নাম চলে আসে। আমি নিজে একজন গ্রাম পঞ্চায়েত প্রধান। আমার নাম কিভাবে এলো তালিকায় তা বুঝতে পারছি না। তালিকা থেকে আমার নাম বাতিলের আবেদন জানালাম ঝালদা ১ নং ব্লকের বিডিও ও ঝালদা মহকুমা শাসককে। আমি চাই আমার পরিবর্তে এলাকার যোগ্য ব্যক্তি যাতে বাড়ি টা পাই তারও অনুরোধ জানাব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct