নিজস্ব প্রতিবেদক, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়।সম্প্রতি তাঁর একটি মন্তব্য কার্যত বিতর্কের সৃষ্টি করেছিল। হুঁশিয়ারি দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ সেই মন্তব্যের জন্য এদিন দুঃখপ্রকাশ করেছেন তিনি। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে প্রশংসার সুর শোনা যায় তাঁর গলায়।এদিন প্রাথমিকে নিয়োগের একটি মামলার শুনানিতে হালকা মেজাজে সরকারি আইনজীবী কে বিচারপতি বলেন, ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন’। তাকে কেন খারাপ কথা বলবেন তিনি? বরং তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। বিচারপতি এদিন এজলাসে জানান, ‘সেদিন ধেড়ে ইঁদুর বলেছিলেন সুব্রতদার (হাইকোর্টের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়) সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝতে পেরেছিলেন কেন বলেছেন। কিন্তু সেটা অন্য রকম ভাবে ধরা হয়েছে’। তবে যে মন্তব্য নিয়ে এত বিতর্ক সেটা নিয়ে বিচারপতি হেসে পর্ষদ আইনজীবীকে বলেন, ‘ওরা আমাকে ওই সব বলতে বাধ্য করে’। তবে তিনি কুনাল ঘোষের কথা খুব উপভোগ করেন এমনও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বলেন, ‘কুনাল ঘোষের কথায় খুব আনন্দ পান। রোজই তাঁর বিরুদ্ধে কিছু না কিছু বলেন’। এখন এ নিয়ে তিনি অতিরিক্ত মন্তব্য করতে চান না! সরকারি আইনজীবী বিচারপতিকে জানান, ‘তার ( বিচারপতি) কথার অন্য রকম মানে মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে’। সেই প্রসঙ্গে বিচারপতি বলেন, ;মিডিয়া অনেক ভালোবাসে তাঁকে’ ।শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নানান মন্তব্য করেছেন। তবে তার কোনওটাই কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে নয়।
বৃহস্পতিবার প্রাথমিকে নিয়োগের একটি মামলার শুনানিতে হালকা মেজাজে সে কথা স্পষ্ট করে দিতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।এদিন রাজ্যের আইনজীবী ভাস্করপ্রসাদ বৈশ্যকে জানালেন, ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। তাঁকে কেন খারাপ কথা বলবেন তিনি?’ বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেন বিচারপতি। গত মঙ্গলবার গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গোটা প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েচিলেন বাতিল হতে পারে ৪২,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলটি। ওই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব’ মন্তব্য করেছিলেন। এ-ও জানিয়েছিলেন, কেন এই কথা বলছেন, তা সময় এলে বোঝা যাবে। মনে করা হচ্ছিল, রাজ্য সরকার এবং শাসকদলের উদ্দেশেই এ সব বলেছেন বিচারপতি। এ নিয়ে বিতর্ক শুরু হয়। সরব হন বিরোধীরা। তাঁরা দাবি করেন, রাজ্য সরকারের উদ্দেশেই এ সব বলেছেন বিচারপতি। সেই দাবি বৃহস্পতিবার খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তিনি জানান, -’কোনও ভাবেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে করে এ কথা বলেনি’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct