আপনজন ডেস্ক: তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি পশু হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর একটি ঘটনা। ওই হাসপাতালে ৬ বছর বয়সী একটি গরুর পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। গরুটি খাওয়া-দাওয়া ছেড়ে দিলে তাকে গতমাসে পুশু হাসপাতালে নিয়ে আসেন গরুটির মালিক। কিছু দিন আগেই গরুটি একটি বাছুরেরও জন্ম দেয়। চিকিৎসকরা ওই গরুর বেশ কয়েকটি পরীক্ষা করান। তখনই পাকস্থলীতে অদ্ভুত কিছু জিনিসের অস্তিত্ব পাওয়া যায়। গরুটির পেটে প্লাষ্টিক ও ধাতব পদার্থের বর্জ্য ধরা পড়ে। এর ফলে গরুটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এরপরেই চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার করে ওই গরুর পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেন চিকিৎসকরা। এই ঘটনায় চিকিৎসকরা হতভম্ব হয়ে যান। পাকস্থলিতে এতো প্লাস্টিক এবং ধাতব বর্জ্য নিয়ে গরুটি কিভাবে বেঁচে ছিল তা ভেবেই তারা হতভম্ব হয়ে পড়েন। চিকিৎসকরা এই অস্ত্রোপচার চালান। তিনি সিটি কর্পোরেশনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। পশুগুলোকে রাস্তায় না ছাড়ার কথাও অনুরোধ করা হয়েছে পশু মালিকদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct