মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান শহরের বর্ধমান রেলওয়ে জংশন একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জংশনের সামনেই একটি মসজিদ আছে যার নাম “মেহেদী বাগান জামে মসজিদ”। এলাকাটির নাম মেহেদীবাগান “সহজেই অনুমান করা যায় যে এই এলাকায় “মেহেদী” অর্থাৎ “হিন্না”গাছের বাগান থাকায় ,এই এলাকাটির নাম “মেহেদী বাগান”বলেই অনুমান। প্রাচীনকালে মিশরের অধিবাসীগণ” ত্বক” “নখ””চুল” রঞ্জিত করার জন্য এই “মেহেদী” কে ব্যবহার করত ,এছাড়াও আরব বণিকগণ “পশম” ”চামড়া” রঞ্জিত করার জন্য এর ব্যবহার করত। ভেষজ এই মেহেদী আরব ও আফ্রিকা থেকে ভারতবর্ষে প্রবেশ করে। ১৮৪৪ খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল “লর্ড হেনরি হার্ডিঞ্জ “প্রথম ভারতে রেলপথ তৈরির জন্য বেসরকারিভাবে উদ্যোগ গ্রহণ করেন। ১৮৫৩ -৫৪ খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল “জেনারেল ডালহৌসি” রেলপথের সূচনা করেন। তা প্রতিষ্ঠাতা করে প্রতিষ্ঠা করেন।
১৮৫৪ খ্রিস্টাব্দে ১৫ ই আগস্ট হাওড়া থেকে বর্ধমান স্টেশনে প্রথম রেল যাত্রা সূচনা হয়। বর্ধমান মহারাজা সহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত হয়ে অভিবাদন জানান। এই জনপদ একসময় মুসলিম অধ্যুষিত এলাকা ছিল বলেই অনুমান। কিন্তু রেললাইন পাতার কাজ শুরু হওয়ার পরে এই জনপদ থেকে মুসলিমদের ও অন্যান্য ধর্মীয় লোকদের এখান থেকে সরিয়ে ফেলা হয়। কারণ এই রেলপথের মধ্যে অর্থাৎ রেল ব্রিজের তলায় একটি প্রাচীন কবর বা মাজার এখনো বিদ্যমান আছে, এবং কাটোয়া রেল লাইন ও আসানসোলগামী রেল লাইনের মাঝে এখনো এই এলাকার একটি প্রাচীন কবরস্থানটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখনো এই এলাকার বিভিন্ন বাড়িতে অন্ততপক্ষে ৩০ টি মাজার বা দরগা দেখতে পাওয়া যায় এক্ষণ ও। ১৯৭০ সালে স্থানীয় সমাজসেবী ,কাউন্সিলর ও রেলের কন্টাকটার মোঃ শরিফ খান, পিতা হাজী মিরাজ উদ্দিন এই মসজিদটি একটি কবরস্থানের পাশে নতুন করে তৈরি করেন, ওয়াকফের জায়গাতে। এবং একটি হিন্দি বিদ্যালয় ও নির্মাণ করেন। এই এলাকায় মুসলিম মানুষজন নিজের মতন করে নিজের নিজের জায়গায় নামাজ আদায় করতেন, এই সময়ে। ১৯৭৩ খ্রিস্টাব্দে কাম্পিং গ্রাউন্ডে “কল্যাণ স্মৃতি সংঘের” উদ্যোগে ৩১শে মার্চ মুম্বাই থেকে সংগীত সম্রাট “মোঃ রফি সাহেব” এসেছিলেন। অনুষ্ঠানে তিনি এই মসজিদ তৈরির জন্য তৎকালীন যুগে দশ হাজার টাকা দান করেছিলেন। মহাম্মদ রফি সাহবের স্মৃতি বিজড়িত এই মসজিদ টি। মসজিদের নিজস্ব কোন সম্পত্তি নেই, কিন্তু দুটি দোকান ও মসজিদের উপরেই দুটি ঘর ভাড়া দিয়ে মসজিদের ব্যয় নির্বাহ হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct