নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের পেনশনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে অবশেষে পুরভবনে প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। আজ বুধবার সকাল থেকেই পুরসভা চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। তাঁরা পুরসভায় চেয়ারপার্সনের অফিসের গেটের সামনেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, ২০১৬ সালের পর যাঁরা অবসর গ্রহণ করেছেন তাঁরা পেনশন পাচ্ছেন না। এমনকি যাঁরা সদ্য বছর দুয়েক আগে অবসর নিয়েছেন তাঁরা পিএফের টাকাও পাচ্ছেন না। এরই প্রতিবাদে এদিন সকাল থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের একটাই দাবি, ভিক্ষা চাই না। প্রাপ্য পেনশনের টাকা চাই। কেউ কেউ দাবি তুলেছেন পেনশনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের টাকাও দিতে হবে। পুরসভার এই অচলাবস্থার জন্য দীর্ঘদিন ধরে পুর ভোট না হওয়াকেও দায়ী করেছেন তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct