আপনজন ডেস্ক: স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের কাতালোনিয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে বার্সেলোনা শহরতলীর একটি স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল এবং একটি ট্রেন কাতালোনিয়ার স্টেশনে পার্ক করার সময় সংঘর্ষ হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয় এবং দেশটির সরকারি কর্মকর্তারা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। জরুরি পরিষেবা টুইটারে বলেন, শহরের কেন্দ্র থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মন্তক্যাদা আই রেইক্সাকের মানরেসা স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct