সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলঙ্গি ব্লক, ব্লকের প্রায় অঞ্চল সীমান্ত লাগোয়া তাদের মধ্যে অন্য তম অঞ্চল ঘোষপাড়া অঞ্চল এই অঞ্চলের দুটো সংসদ রয়েছে বাংলাদেশ ঘিষে উদয় নগর চর কলোনি, নতুন কলোনি, হিন্দু কলোনিতে বসবাস প্রায় তিনহাজার মানুষের। আর এই চর থেকে প্রায় দশ কিলোমিটার রাস্তা পেরিয়ে জলঙ্গি বিডিও অফিস থানা সহ একাধিক সরকারি দপ্তরে আসতে হয় কষ্ট করে। আর সীমান্তের বসবাসকারীদের কখা ভেবেই জলঙ্গির বিডিও শোভন দাসের নির্দেশে সীমান্ত লাগোয়া উদয় নগর চর কলোনিতে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল বুধবার। রাজ্যে সরকারের একাধিক প্রকল্প নিয়ে হাজির হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পে ব্লক আধিকারিক গণেরা।
বিডিও শোভন দাস জানান, আগেও সীমান্ত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। বুধবার সকাল থেকে সীমান্ত এলাকায় গিয়ে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে, আগামীতে আরো ক্যাম্প হবে বলে জানান। তিনি আরো বলেন সীমান্তের মানুষের কথা ভেবে সীমান্তে গিয়ে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়রা বলেন বাড়ির কাছে দুয়ারে সরকার ক্যাম্প পেয়ে খুবই ভালো লাগছে তবে আগেও বিডিও এসেছিলেন উদয় নগর চর কলোনিতে। এই ভাবে সীমান্তের জন্য ক্যাম্প হলে অনেক উপকার হবে বলেও জানান। ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম বলেন, আগেও বিডিও স্যার এসেছেন এবং সীমান্ত এলাকার চরের মানুষের সমস্যার কথা শুনে ছিলেন বিডিও, সেই মতো এদিন দুয়ারে সরকার ক্যাম্পের ব্যবস্থা করেন।দুয়ারে সরকার পেয়ে ধন্যবাদ জানায় বিডিও শোভন দাসকে। প্রশাসনের কাজে খুশি হলেও জনপ্রতিনিধিদেরকে কাজের সময় দরকারে পাওয়া যাওনা বলেও সীমান্তবাসীদের দাবি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct