এহসানুল হক, বসিরহাট, আপনজন: প্রতিবন্ধী মহিলা-পুরুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল রাজ্য প্রতিবন্ধী সেবা সংগঠনের উদ্যোগে । মঙ্গলবার দুপুরে সংগঠনের তরফ থেকে প্রায় এক হাজার জন প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হল একটি করে শীত বস্ত্র এবং বেশ কয়েকজনকে দেওয়া হল ট্রায়সাইকেল।পাশাপাশি কয়েক জনের জন্য কানের যন্ত্রের ব্যবস্থাও করা হয় এদিন। বসিরহাট রাজ্য প্রতিবন্ধী সংগঠনের এই প্রকার মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার মানুষজন। বসিরহাটের মেরূদন্ডী এলাকায় জামপুর এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, বসিরহাট এক নম্বর ব্লকের পুর্ত কর্মাদক্ষ শফিকুল দফাদার, রাজ্য প্রতিবন্ধী সংগঠনের সম্পাদক রক্তিম ইসলাম, মাওলানা বাকীবিল্লাহ, জামপুর এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সম্পাদক রওশন আলম মাজাহিরি। এদিন রক্তিম ইসলাম বলেন, প্রতিবছর আমরা বিভিন্ন প্রতিবন্ধীদের নিয়ে বাৎসরিক অনুষ্ঠান করি। প্রতিবছর বিভিন্ন প্রতিবন্ধীদের ট্রায়সাইকেল থেকে শুরু করে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমরা সব সময় প্রতিবন্ধীদের পাশে রয়েছি। তাদের সুখে দুঃখে আমরা ছিলাম আছি থাকবো। জেলা পরিষদের সদস্য শাহনুর মন্ডল ও পূর্ত কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম দফাদার বলেন, এইরকম একটা প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান আমার খুবই ভালো লাগছে। এরা সাহায্য সহযোগিতা চাইলে আমরা আছি এদের পাশে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct