জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে জেলা স্বাস্থ্য দফতরে অনুষ্ঠিত হলো হাম ও রুবেলা টিকাকরণের সচেতনতা সভা। এদিনের সচেতনাতা সভায় বক্তব্য রাখেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল। তিনি বলেন আগামী ৯ জানুয়ারি থেকে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব শিশুদের এই টিকা দেওয়া হবে বিনামূল্যে। সরকারি- বেসরকারি স্কুল, মাদ্রাসা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পথশিশুসহ সকলকে টিকা দেওয়া হবে। করনা কালে ইমাম মুয়াজ্জিনরা যেভাবে টিকা নিয়ে মানুষকে সচেতন করেছে, এখনও হাম ও রুবেলা নিয়ে মানুষকে তারা সচেতন করবে বলে আশা রাখি। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য ডাক্তার রাজেশ কুমার, ডাক্তার অসোক প্রমুখ। ইমাম মুয়াজ্জিনদের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ডিস্ট্রিক ইমাম সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখা সংগঠনের সভাপতি মাওলানা ওলিউল্লাহ বিশ্বাস, লালবাগ মহকুমা ইমাম সংগঠনের সম্পাদক মাওলানা সাজারুল ইসলাম, হাফেজ জাকির, মাওলানা সিরাজ, মাওলানা সাজিদুল ইসলাম, মাওলানা ইমামুল প্রমুখ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct