নিজস্ব প্রতিবেদক, নয়া দিল্লি, আপনজন: ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পাঁচ বছরে দেশে ২,৯০০ টিরও বেশি সাম্প্রদায়িক বা ধর্মীয় দাঙ্গার মামলা দায়ের করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বুধবার জানিয়েছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য উদ্ধৃত করে রাই বলেন, ২০২১ সালে সাম্প্রদায়িক বা ধর্মীয় দাঙ্গার মোট ৩৭৮টি, ২০২০ সালে ৮৫৭টি, ২০১৯ সালে ৪৩৮টি, ২০১৮ সালে ৫১২টি এবং ২০১৭ সালে ৭২৩টি মামলা দায়ের করা হয়েছে। রাজ্যসভায় সাংসদ জেবি ম্যাথার হিশাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিলেন, মব লিঞ্চিং-এর ঘটনা মোকাবেলায় প্রতিরোধমূলক, প্রতিকারমূলক ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি না এবং গত পাঁচ বছরে এ ধরনের ঘটনার রাজ্যভিত্তিক তথ্য তাদের কাছে আছে কি না। রাজ্যসভায় এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ৪ জুলাই, ২০১৮ তারিখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি অ্যাডভাইজরি জারি করে ভুয়া খবর এবং গুজবের প্রচারের উপর নজর রাখতে বলা হয়েছি যার মাধ্যমে সহিংসতা উস্কে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী সেসব কাজ প্রতিহত করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং আইন হাতে নেওয়া ব্যক্তিদের সাথে দৃঢ়ভাবে মোকাবিলা করতে বলা হয়েছিল। তিনি আরও বলেন, ২০১৮ সালের ২৩ জুলাই এবং ২৫ সেপ্টেম্বর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজ্য সরকার ও প্রশাসনকে পরামর্শ দেওয়া হয়েছিল যাতে তারা দেশে জনতার সহিংসতার ঘটনা বন্ধ করার জন্য ব্যবস্থা নেয়। মন্ত্রী বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সমস্ত রাজ্য,কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা প্রদত্ত অপরাধের তথ্য প্রকাশ করে। তবে মব লিঞ্চিংয়ের জন্য কোনও পৃথক তথ্য এনসিআরবি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় না। সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী লিঞ্চিংকে একটি পৃথক অপরাধ হিসাবে বিবেচনা করার জন্য সরকার একটি আইন তৈরি করবে কিনা এমন প্রশ্নের জবাবে রাই বলেন, বিদ্যমান ফৌজদারি আইনগুলি ব্যাপকভাবে পর্যালোচনা করা এবং সমসাময়িক আইন ও শৃঙ্খলা পরিস্থিতির সাথে তাদের প্রাসঙ্গিক করে তোলা এবং সমাজের দুর্বল অংশগুলিকে দ্রুত ন্যায়বিচার প্রদান করা এবং নাগরিক-কেন্দ্রিক একটি আইনী কাঠামো তৈরি করা সরকারের উদ্দেশ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct