সুব্রত রায়, নয়াদিল্লি, আপনজন: কেন্দ্র সংসদে ১৬টি বিল আনছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। দিল্লিতে সাংসদ সৌগত রায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন, দলের সাংসদদের নিয়ে ‘রণকৌশল’ বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই বৈঠক থেকে বেরিয়েই বিজেপি ও বিজেপি চালিত কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বুধবার তিনি বলেন, সংসদে বিপজ্জনক ১৬টি বিল আসতে চলেছে। তিনি বলেন, চলমান শীতকালীন অধিবেশনে কেন্দ্র কমপক্ষে ১৬টি বিল পাসের জন্য তালিকাভুক্ত করেছে। এর মধ্যে আনা হচ্ছে একাধিক ভয়ঙ্কর বিল। সেই সমস্ত বিল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত আনবে। এরপরেই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সংখ্যাগরিষ্ঠতার কারণে শাসক দল কোনো ভোট ছাড়াই জোরপূর্বক বিল পাস করছে। তারা স্থায়ী কমিটি বা সিলেক্ট কমিটির রিপোর্ট গ্রহণ করে না। আমরা ভীত যে আমাদের সংসদীয় গণতন্ত্র অটুট থাকবে কি না এবং এখন পর্যন্ত যে মর্যাদা ও সম্মান রয়েছে তা সুরক্ষিত হবে কিনা। বিরোধী ও গণতন্ত্রের স্তম্ভের ওপরে ‘বুলডোজার’ চালানো হয়, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলপূর্বক বিল যাতে পাশ না হয়, তা নিয়েই সবুজ শিবিরের সাংসদদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। এ িনযে বলেন, তৃণমূল তাদের সাহসী ও শীতলভাবে মোকাবিলা করবে এবং নৃশংসতার বিরুদ্ধে লড়াই করার জন্য অন্যান্য বিরোধী দলগুলির সাথে সহযোগিতা করবে। এদিন তিনি সরব হয়েছেন রাজ্যকে বকেয়া টাকা মেটানো নিয়েও। বলেন, কেন্দ্র শেষ মুহূর্তে রাজ্যকে বকেয়া টাকা দিয়েছে, যখন আর কাজ করার সময় নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে এও ‘চক্রান্ত’ বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে বুধবার। ২৯ শে ডিসেম্বর শেষ হওয়ার আগে অধিবেশনটি ২৩ দিনের মধ্যে ১৭ টি বৈঠক হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct