সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভের অতিরিক্ত দায়িত্ব’ থেকে অব্যাহতির দাবি জানিয়ে বাঁকুড়া জেলাশাসকের দ্বারস্থ হলেন আশা কর্মীরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের, বাঁকুড়া জেলা কমিটির তরফে জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের, বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে, স্বাস্থ্য দপ্তর বহির্ভূত এই কাজে ‘অতিরিক্ত পারিশ্রমিকের কথা সরকারী অর্ডারে বলা নেই’। একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় কে ঘর পেয়েছেন কে পাননি, সঠিক অর্থ বন্টন হয়েছে কিনা, কার কতো টাকা বরাদ্দ, কে পেল আর কে পেলনা এসব ‘সার্ভে’ করতে গেলে নিজের নিজের এলাকায় আশা কর্মীদের ‘হেনস্থার মুখে পড়তে পারে’। এমনকি এমন অনেক জায়গায় এই প্রকল্প বিষয়ে ‘অনিয়মের অভিযোগ’ প্রকাশ্যে এসেছে। ফলে এই অবস্থায় সংশ্লিষ্ট আশা কর্মীদের ‘চাপের মুখে’ ফেলে দেওয়া হচ্ছে বলেও তাঁদের অভিযোগ।এদিনের ডেপুটেশনে অংশ নিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের, বাঁকুড়া জেলা কমিটির পক্ষে শুক্লা কর্মকার, চম্পালতা আখুলিরা বলেন, পালস পোলিও টীকাকরণ, জল পরীক্ষা, প্রসূতি মাকে হাসপাতালে পৌঁছানো থেকে হাজার কাজে সবসময় আমাদের ব্যস্ত থাকতে হয়। তার উপর প্রধানমন্ত্রী আবাস যোজনার এই সার্ভের এই অতিরিক্ত দায়িত্ব আমাদের উপর তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পঞ্চায়েতের তরফে তালিকা তৈরী। ঐ তালিকায় এমন অনেকের নাম আছে যাদের যথেষ্ট সামর্থ্য আছে। কিন্তু ঐ নাম কাটতে গেলে ‘হুমকির মুখে পড়তে হচ্ছে’। এমনকি রাজনৈতিক চাপ তো আছেই। এই অবস্থায় নানান পারিপার্শ্বিক চাপ নিয়ে এই কাজ করা সম্ভব নয়। আর সেকারণেই এই বাড়তি কাজের দায়িত্ব থেকে অব্যাহতি পেতেই তাঁরা আন্দোলনে নেমেছেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct