আপনজন ডেস্ক: ২৯ শে নভেম্বর বিকাল ৪ টায় কফি হাউসের বই-চিত্র সভাঘরে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর একটি মনোজ্ঞ আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ৫ জন প্রতিনিধিসহ এ দেশের বিভিন্ন স্থানের অনেক প্রতিনিধি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের মাসুদ করিম। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বিশিষ্ট অতিথি ছিলেন বাংলা ভাষা আন্দোলনের অগ্রগণ্য সৈনিক নীতীশ বিশ্বাস , বাংলাদেশের বিশিষ্ট কবি নাসির আহমেদ আর জাকির হোসেন খান। সভায় উপস্থিত ছিলেন এ বছর শিশু সাহিত্যে সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপক কবি সুনির্মল চক্রবর্তী, শিশু সাহিত্যিক আব্দুল করিম প্রমুখ। অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সৌম্যা রায়চৌধুরী। কণ্ঠ মেলান ডঃ শিল্পী গাঙ্গুলী ও বাংলাদেশের সালমা আক্তার। কথকতায় ছিলেন অনুপ বন্দ্যোপাধ্যায়।
সভার সূচীমুখ নির্ধারণ করেন কলকাতার ডঃ জয়ন্ত দাশগুপ্ত। সভায় দুই বাংলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীতও পরিবেশন করেন। আব্দুল করিম , সুব্রত বন্ধ্যোপাধ্যায় , আভা সরকার মণ্ডল , শঙ্কর ঘোষ প্রমুখ আবৃত্তি পরিবেশন করেন। কল্যাণীর সামিমুল ইসলাম, জাকির হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি মাসুদ করিম ভাষা আন্দোলনে দুই বাংলার সংঘবদ্ধতার উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে বিরতির সময় উপস্থিত সবাইকে যথাযথভাবে আপ্যায়িত করা হয়। সভাটি দুই বাংলার ভাষাগত ও সাংস্কৃতিক বন্ধনকে আরো সুদৃঢ় করল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুপ বন্দ্যোপাধ্যায় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct