নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শান্তিনিকেতন মেলা সম্পর্কিত মামলা উঠে মঙ্গলবার ।ঐতিহ্যশালী শান্তিনিকেতনের পৌষ মেলার আইনী জট এখনও কাটেনি। বিশ্বভারতীর মাঠে মেলা করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট । এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে , -' এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষই'। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, -' এতদিনের ঐতিহ্যের কথা মাথায় রেখে মেলা করার অনুমতি দিক কলকাতা হাইকোর্ট'। তবে আদালত এমন কোনও রায় সরাসরি দেয়নি, বল ঠেলে দিয়েছে বিশ্বভারতীর কোর্টেই। পৌষমেলা নিয়ে বিশ্বভারতীর সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে বলেছে আদালত, সিদ্ধান্ত জানাতে হবে তিনদিনের মধ্যে। পাশাপাশি, শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদকে বিকল্প জায়গায়ও খোঁজ রাখতে বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হতো পৌষমেলা। কিন্তু এবছর অনুমতি দেয়নি বিশ্বভারতী। কারণ হিসেবে তারা জানিয়েছে, মেলায় পরিবেশ আদালতের নির্দেশ মানা হয় না। এই কারণে ২৩ ডিসেম্বর ২০২২ সালে আসন্ন পৌষমেলার জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেয়নি বিশ্বভারতী।এই ঘোষণার বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু করেন বোলপুরের বাসিন্দা গুরুমুখ জেঠওয়ানি। কলকাতা হাইকোর্টে বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করে, -' বিগত বছরগুলিতে শর্তসাপেক্ষে মেলার আয়োজন করার অনুমতি দিয়েছিল পরিবেশ আদালত। কিন্তু অনেকেই পরিবেশ রক্ষার শর্ত মেনে চলেন না। সেই কারণে বারবার পরিবেশ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে'।পাশাপাশি শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ জানিয়েছে, -' বিশ্বভারতী কর্তৃপক্ষ রাজি না হলে ওই মাঠে মেলা করা মুশকিল। কিন্তু, পৌষ মেলার জন্য বাংলা এবং বাংলার বাইরের বহু পর্যটকও সারা বছর অপেক্ষা করে থাকেন। ফলে বীরভূম জেলার আর্থ-সামাজিক উন্নয়নের জন্যও মেলা করাটা প্রয়োজন। বহু প্রাচীন কাল থেকে এই ঐতিহ্যশালী মেলা হয়ে আসছে। তাই আদালতের উচিত সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে আসা'।এরই মধ্যে, পৌষমেলা নিয়ে আদালতকে দেওয়া হলফনামায় বিশ্বভারতী জানিয়েছে, -'এবছর তারা মেলার অনুমতি দিতে পারছে না'। তবে এদিন কলকাতা হাইকোর্টের তরফে বিশ্বভারতী কর্তৃপক্ষ কে সিদ্ধান্ত পুন বিবেচনা করার কথা বলেছে।তিনদিনের মধ্যে মতামত জানাতে বলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।এখন দেখার বিশ্বভারতী কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে থাকে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct