আপনজন ডেস্ক: ৫ই ডিসেম্বর ২০২২ সোমবার বিকাল ৪.৩০মি _ রাত্রি ৯টা পর্যন্ত অধ্যাপক জয়ন্ত মিস্ত্রীর বাড়ির সভা ঘরে। শিকড়ের সন্ধ্যানে ও নজরুল চর্চা কেন্দ্রের আয়োজনে। উপস্থিত ছিলেন বাংলাদেশের কবি খসরু পারভেজ কবি ও সাহিত্যিক মনিরুল ইসলাম মুফতি তাহেরুজ্জামান বাংলাদেশের মুক্তিযোদ্ধা মনি মোহন ধর প্রমুখ। দুই বাংলার বর্তমান সাহিত্য চর্চা নিয়ে আলোচনা কবিতা গান আবৃত্তি করেন প্রায় ৬০ জন কবি সাহিত্যিক ও ইতিহাস এবং সাহিত্য সমালোচোক। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক আব্দুল করিম, শিব শংকর বক্সী, সুজাতা বক্সী, বাচিক শিল্পী অলক ঘোষাল, শিঞ্জীনি বসু, অধ্যাপক সাতীলেখা, রনীতা অধিকারী, অধ্যপক সুবির সেন ও আরো অনেক কবি ও সাহিত্যিক।শুভেচ্ছা জ্ঞাপন করেন অধ্যপক জয়ন্ত মিস্ত্রি সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন সেখ কামালউদ্দিন। সকল কবি সাহিত্যিকদের সম্মান জানানমিলি ভট্টাচার্য্য ও সুপ্তা পাল।সভার আলোচনায় বাংলা সাহিত্যের একাল ও সেকাল বিষয়ক নানান দিক আলোচিত হয় উঠে আসে ধ্রুপদী ভাষার স্বীকৃতির দাবী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct